লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আনলক. ১ তৎপরতা শুরু হতেই বেলাগাম সংক্রমণ ভারতে। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে নোভেল করোনাভাইরাসে (corona virus)আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১। দেশে করোনায় মৃত্যু বেড়ে ৭ হাজার ১৩৫। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্টোদিকে তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। সোমবার সকাল পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৯৫ জন।
মারণ ভাইরাস ক্রমেই গ্রাস করছে গোটা দেশকে। সংক্রমণ কমার কোনও লক্ষ্মণই নেই। একটানা লকডাউনেও বেড়ি পরানো যাচ্ছে না করোনার সংক্রমণে। আক্রান্তের নিরিখে একের পর এক দেশকে টপকে যাচ্ছে ভারত। সোমবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্ত বেড়ে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ।
আক্রান্তের সংখ্যার নিরিখে এর মধ্যেই চিনকে টপকে গিয়েছে মহারাষ্ট্র৷ গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে নতুন করে ৩,০০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৫ হাজার ৯৭৫। মহারাষ্ট্রে করোনায় এখনও পর্যন্ত ৩০৬০ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের পরেই তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে নতুন করে আরও ১ হাজার ৫১৫ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৬৬৭। তামিলনাড়ুতে করোনায় মৃত বেড়ে ২৬৯।
রাজধানী দিল্লিতে সোমবার সকাল পর্যন্ত মোট ২৭,৬৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৭৬১। গুজরাতে এখনও পর্যন্ত ১৯ হাজার ৫৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোদী-গড়ে করোনায় মৃত বেড়ে ১ হাজার ২১৯।