‘রাম ছাড়া গতি নাই। বিরোধীরা দেরিতে হলেও বুঝেছে। আর তাই বিজেপি সঙ্ঘ পরিবারের পাশাপাশি তৃণমূল ও অন্যান্য দল রামনবমী পালনে আসছে। রবিবার পানাগড়ে রামনবমীর শোভাযাত্রায় সামিল হয়ে তৃণমূলকে জোরালো খোঁচা দিলেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
প্রসঙ্গত, গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী উৎসব। গেরুয়া শিবিরের পাশাপাশি ইদানীং তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল গুলিও রামনবমীতে মাতোয়ারা। এমনকি লোকসভার নির্বাচনে প্রার্থীরাও রামনবমীকে প্রচারের হাতিয়ার করেছে। যা রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির মূল উৎসব ছিল। ভোটের জন্য সেই পথে হাঁটছে তৃণমূল। শুধু তাই নয়। রাম নামের নামাবলি গায়ে জড়িয়ে, আবার কোথাও জয় শ্রীরাম শ্লোগান দিতও দ্বিধা করেনি। খামতি রাখেনি শোভাযাত্রায় গেরুয়া পতাকাও। রবিবার পানাগড়ে সাড়ম্বরে রামনবমীর শোভাযাত্রা হয়। এদিন আবার শিখদের বৈশাখী উৎসব ছিল। ওই উৎসবে যোগদিতে পানাগড় গুরুদুয়ারে এসেছিলেন বিজেপির বর্ধমান-দুর্গাপুর প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সেখানে প্রার্থনার পর বিকালে রামভক্তদের রামনবমীর শোভাযাত্রায় সামিল হন তিনি। পানাগড় রনডিহা মোড় থেকে বাজার পর্যন্ত খালি পায়ে শোভাযাত্রায় হাঁটেন। তাঁরপর বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,” রামনবমী হিন্দুদের পবিত্র উৎসব। বিজেপি ও সঙ্ঘ পরিবার আগে পালন করত। রাম ছাড়া গতি নাই। বিরোধীরা অনেক দেরিতে বুঝেছে। তাই তারাও রামনবমী পালন করছে।” তবে এদিন পানগড়ে রমনবমীর মিছিলে জনচ্ছ্বাস দেখে আপ্লুত হয়ে সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন,” রমনবমীর শোভাযাত্রাই জানিয়ে দিচ্ছে, এবার বাংলায় চলো পাল্টাই।