প্রতি বছরই গরমের শুরুতে রক্তের সংকট দেখা দেয়। এ বছর ভোট পড়ায় তা আরও তীব্র হয়েছে। এ হেন পরিস্থিতিতে বুধবার একযোগে রক্ত দিয়ে নজির গড়লেন ৪৭৭ জন। তাঁদের মধ্যে ৪৬০ জনই বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন শিল্পপিঠের ছাত্র।
একটি শিবিরে ৪৭৭ জন রক্তদাতা পাওয়া যে যথেষ্ট উৎসাহজনক, তা মেনে নিয়েছেন ব্লাড ব্যাঙ্কের অধিকারিকেরাও।
এ দিন পাঁচটি ব্লাড ব্যাঙ্কের কর্মীরা এসেছিলেন। এনআরএস ১৩১, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান ১০৩, সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক ৯২ এবং ন্যাশনাল মেডিকেল কলেজ ৬০ ইউনিট রক্ত সংগ্রহ করেছে।
রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, পাশে থাকার বার্তা দিতেই তাঁদের এমন উদ্যোগ।