করোনা-আক্রান্তের নিরিখে একের পর এক রেকর্ড গড়েই চলেছে ভারত (India)। এক ধাক্কায় ভারতে নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭,৯৬৪, যা এখনও পর্যন্ত রেকর্ড। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২৬৫ জন করোনা-সংক্রমিত রোগীর। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৯৭১ এবং সংক্রমিত ১,৭৩,৭৬৩ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮২,৭৩০ জন। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১,৭৩,৭৬৩ জন (সক্রিয় করোনা রোগী ৮৬,৪২২)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৯৭১। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৮২,৩৭০ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৪,৯৭১ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৬০ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ১৫ জনের, চন্ডীগড়ে ৪ জন, ছত্তিশগড়ে একজন, দিল্লিতে ৩৯৮ জনের, গুজরাটে ৯৮০ জনের, হরিয়ানায় ১৯ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ২৮ জনের, ঝাড়খণ্ডে ৫ জনের, কর্ণাটকে ৪৮ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৮ জন, মধ্যপ্রদেশে ৩৩৪ জন, মহারাষ্ট্রে ২,০৯৮ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৭ জনের, পঞ্জাবে ৪২ জন, রাজস্থানে ১৮৪ জনের, তামিলনাড়ুতে ১৫৪ জন, তেলেঙ্গানায় ৭১ জন, উত্তরাখণ্ডে ৫ জন, উত্তর প্রদেশে ১৯৮ জন এবং পশ্চিমবঙ্গে ৩০২ জন প্রাণ হারিয়েছেন।
করোনা-প্রকোপে ত্রস্ত মহারাষ্ট্রে শনিবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৬২,২২৮, দিল্লিতে ১৭,৩৮৬, তামিলনাড়ুতে ২০,২৪৬, অন্ধ্রপ্রদেশে ৩৪৩৬ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ১০২৪ জন, বিহারে ৩৩৭৬ জন, চন্ডীগড়ে ২৮৯ জন, ছত্তিশগড়ে ৪১৫ জন, দাদর নগর হাভেলিতে দু’জন, গোয়ায় ৬৯ জন (সুস্থ ৪১ জন), গুজরাটে ১৫,৯৩৪ জন, হরিয়ানায় ১৭২১ জন, হিমাচল প্রদেশে ২৯৫ জন, জম্মু-কাশ্মীরে ২১৬৪ জন, ঝাড়খণ্ডে ৫১১ জন, কেরলে ১১৫০, কর্ণাটকে সংক্রমিত ২৭৮১ জন, লাদাখে ৭৪ জন, মধ্যপ্রদেশে ৭৬৪৫ জন, মণিপুরে ৫৯ জন (৫ জন সুস্থ), মেঘালয় ২৭ জন, মিজোরামে একজন, নাগাল্যান্ডে ২৫ জন, ওডিশায় ১৭২৩ জন, পুদুচেরিতে ৫১ জন, পঞ্জাবে ২১৯৭ জন, রাজস্থানে ৮৩৬৫ জন, সিকিম একজন, তেলেঙ্গানায় ২৪২৫ জন, ত্রিপুরায় ২৫১ জন, উত্তরাখণ্ডে ৭১৬ জন, উত্তর প্রদেশে ৭২৮৪ এবং পশ্চিমবঙ্গে ৪৮১৩ জন।