রামনবমী পালন করে বিজেপি নাকি হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজনের বলিরেখা রেখা টেনে দেয়। এমনটাই অভিযোগ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। কিন্তু রামনবমী উপলক্ষে যাদবপুরের সুলেখা মোড়ে প্রচারে নেমে যেন নিজের পুরনো দলকে জবাব দিলেন বিজেপি প্রার্থী অনুপম হাজরা। শনিবার যাদবপুর সুলেখা মোড়ে নিজের প্রচারে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের শুধু শামিল করালেন না, যোগদানও করালেন বিজেপিতে। এদিন প্রচার চলাকালীন সকাল সকাল ফেসবুকে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে মাথায় গেরুয়া ফেটটি বেঁধে প্রচারের ছবি ভাইরাল করলেন ফেসবুকে। অনুপম লেখেন, “রামনবমী একটি বিশেষ দিন। এই দিন মুসলিম সম্প্রদায়ের একজন জনপ্রিয় নেতাকে আমরা দলে যোগদান করালাম। আমরা সকলেই ভারতীয়। বিজেপির ছাতার তলায় আমরা সবাই এক।” রাজনৈতিক মহলের মতে, এমন ফেসবুক পোস্ট করে আসলে তৃণমূলকেই জবাব দিতে চেয়েছেন অধ্যাপক রাজনীতিক।
উল্লেখ্য, তৃণমূল থেকে বহিষ্কারের পর প্রকাশ্যে অনুপম অভিযোগ করেছিলেন, কোনও দুর্নীতি, তোলাবাজি কিংবা অসৎ কাজের জন্য নয়, কেবলমাত্র ফেসবুকে নিজের স্বাধীন মতামত প্রকাশের জন্য বহিষ্কৃত হয়েছেন তিনি। এদিন ফেসবুকে প্রচারের পাশাপাশি, বিজেপির মুসলিম বিরোধিতা নিয়ে তৃণমূলের অভিযোগের জবাব দিতে উদ্যোগী হন অনুপম। এবং একজন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে ফেসবুকে ছবি দিয়ে এবং তাঁকে গেরুয়া শিবিরে যোগদান করিয়েও যে বিজেপিতে ধিকৃত হননি তিনি, তাও যেন নিজের পুরনো দল তৃণমূলকে দেখিয়ে দিতে চাইলেন যাদবপুরের বিজেপি প্রার্থী।