ফের রাজ্যে করোনা সংক্রমণের সমস্ত রেকর্ড ভেঙে ফেলল রাজ্য। পরিযায়ী শ্রমিকরা ফেরা শুরু করতেই ফের বিপুল হারে সংক্রমণের আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী। বাস্তবেও সেটাই সত্যি হল।
সমস্ত রেকর্ড ছাড়িয়ে ২৪ ঘন্টায় রাজ্যে ৩৪৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬৩৬ জন। আরও ৬ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃত্যু ২২৩ জনের।
অন্যদিকে, করোনা আক্রান্ত থাকাকালীন অন্য উপসর্গে ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে রাজ্যে মোট মৃত্যু ২৯৫ জনের। একই সঙ্গে ২৪ ঘন্টায় আরও ৯০ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ১৬৬৮ জন। সুস্থ হওয়ার হার ৩৬.৭৭ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৫৭৩ জন। তার মধ্যে এ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ২৪৮ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এমনটাই জানানো হয়েছে।
বুলেটিনে আরও জানা গিয়েছে, ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯২৫৬ জনের। সব মিলিয়ে রাজ্যের ৩৮টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ১৬৬৫১৩ জনের। সরকারি ৫৮২টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ১৭৪২১ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৪৬০২৭ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৯৫৫৭ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৮২৪৩৩ জনকে।
এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, কলকাতায় ৮৭ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট সংক্রমণ ১৯০০ জনের। এদিন কলকাতায় আরও ৩ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতেই মোট মৃত্যু ১৯৪ জনের। তারপরেই হাওড়ায় ৫৫ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৯১১ জনের। তারপরে উত্তর ২৪ পরগনায় ৪৯ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৫৯১ জনের। এখানে এক জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৪০ জন। হুগলিতে ৩ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ২৪৪ জনের। এখানে ২ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৯ জনের। এছাড়া উল্লেখযোগ্য হারে সংক্রমণ বেড়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, নদীয়া, বীরভূম, মুশির্দাবাদ এবং ভিন রাজ্যের বাসিন্দাদের ক্ষেত্রেও। বৃদ্ধির হারের ফলাফলেই যেন পরিষ্কার, আগামী দিনে ফের করোনা সংক্রমণে নতুন রেকর্ড গড়বে রাজ্য।