বাড়বে না বাসের ভাড়া। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বাস পরিষেবা। ঘোষণা করে দিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “বেসরকারি বাসের ভাড়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ভাড়ার বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা অত্যন্ত জরুরি। তাই কোনও বাসেই ভাড়া বাড়াবে না সরকার। সরকারি বাসের পরিষেবা আরও বাড়ানো হবে।”পরিবহণমন্ত্রী আরও বলেন, “সোমবার থেকে গ্রিন জোনে আধ ঘণ্টা অন্তর বাস পাবেন যাত্রীরা। গ্রিন জোনে ইতিমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল শুরু হয়েছে। আগামী সোমবার থেকে সরকারি বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। স্বাস্থ্যবিধি মেনে বেসরকারি বাস এবং ট্যাক্সিও চলবে গ্রিন জ়োনে।” অর্থাৎ, সোমবার থেকে পুরোদমে শুরু হয়ে যাবে রাজ্যের পরিবহন পরিষেবা। তবে তা হবে ১২ ঘন্টার জন্য।
শুভেন্দু অধিকারী বলেছেন, “সোমবার থেকে এমার্জেন্সি সার্ভিস এর জন্য হাজার ওলা এবং উবার রাস্তায় নামছে। ট্রাম ও ফেরি পরিষেবাও চালু করা হবে। অটোর ক্ষেত্রে মুখ্য সচিবের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।” এ বিষয়ে আলাপ-আলোচনা করে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে। বাসের সঙ্গে অ্যাপ নির্ভর সার্ভিসও বাড়ানো হয়েছে। এই সঙ্গে আস্তে আস্তে নীল-সাদা ট্যাক্সিও নামানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।