আমাদের সৌভাগ্য, আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণকে উপলব্ধি করতে পারছি। এক নতুন ভারতবর্ষের উন্মেষ ঘটছে । সে ভারতবর্ষ সাম্যের। সে ভারতবর্ষ ধর্মীয় তোষণবাদকে ঝেড়ে ফেলে ধর্মীয় পরিচয়ের উর্দ্ধে মানুষকে মানুষের আসনে বসাচ্ছে। আজ এক যুগান্তকারী রায়ে এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দিলো এখন থেকে উত্তরপ্রদেশে ইসলাম ধর্মাবলম্বীদের মসজিদ থেকে আর মাইক ব্যবহার করে আজান দেওয়া যাবে না। অর্থাৎ আজান দিতে হবে মাইকের ব্যবহার ছাড়া। প্রসঙ্গত দিনের বিভিন্ন সময়ে মাইকের ব্যবহার করে আজান দেওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের অস্বস্তির কথা বিভিন্ন সময়ে বহু বিশিষ্ট ব্যাক্তিই তুলে ধরেছেন। সম্প্রতি জাভেদ আখতার ও তার এক ট্যুইটে এই কথা বলেছেন। আজ এলাহাবাদ হাইকোর্টের এই রায় সারা দেশকে না হলে অন্ততঃ উত্তরপ্রদেশের মানুষদের স্বস্তি দেবে। ভারতবর্ষের মাটিতে ধর্মীয় মৌলবাদকে তার শিকড় সুদ্ধ উপড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে ।
2020-05-15