তৃতীয় দফায় লকডাউনের মেয়াদও শেষ হওয়ার পথে। কিন্তু, ভারতে করোনাভাইরাস পরিস্থিতি থামার কোনও লক্ষণ নেই, বরং এতটাই দ্রুত গতিতে বাড়ছে যে চিন্তায় মাথা থেকে ঘাম ঝড়ছে দেশবাসীর। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২২০৬ এবং সংক্রমিত ৬৭,১৫২ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ২০,৯১৭ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,২১৩ জন।
সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬৭,১৫২ জন (‘অ্যাক্টিভ’ করোনা রোগী ৪৪,০২৯)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২০৬। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২০,৯১৭ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ২২০৬ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪৫ জনের মৃত্যু হয়েছে, অসমে দু’জনের, বিহারে ৬ জনের, চন্ডীগড়ে একজন, দিল্লিতে ৭৩ জনের, গুজরাটে ৪৯৩ জনের, হরিয়ানায় ১০ জনের, হিমাচল প্রদেশে ২ জনের, জম্মু-কাশ্মীরে ৯ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ৩১ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ২১৫ জন, মহারাষ্ট্রে ৮৩২ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৩ জনের, পঞ্জাবে ৩১ জন, রাজস্থানে ১০৭ জনের, তামিলনাড়ুতে ৪৭ জন, তেলেঙ্গানায় ৩০ জন, উত্তরাখণ্ডে একজন, উত্তর প্রদেশে ৭৪ জন এবং পশ্চিমবঙ্গে ১৮৫ জন প্রাণ হারিয়েছেন।
করোনা-প্রকোপে বেসামাল অবস্থা মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে সোমবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ২২,১৭১, দিল্লিতে ৬৯২৩, তামিলনাড়ুতে ৭২০৪, অন্ধ্রপ্রদেশে ১৯৮০ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৬৩ জন, বিহারে ৬৯৬ জন, চন্ডীগড়ে ১৬৯ জন, ছত্তিশগড়ে ৫৯ জন, দাদর নগর হাভেলিতে একজন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৮১৯৪ জন, হরিয়ানায় ৭০৩ জন, হিমাচল প্রদেশে ৫৫ জন, জম্মু-কাশ্মীরে ৮৬১ জন, ঝাড়খণ্ডে ১৫৭ জন, কেরলে ৫১২, কর্ণাটকে সংক্রমিত ৮৪৮ জন, লাদাখে ৪২ জন, মধ্যপ্রদেশে ৩৬১৪ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১৩ জন, মিজোরামে একজন, ওডিশায় ৩৭৭ জন, পুদুচেরিতে ৯ জন, পঞ্জাবে ১৮২৩ জন, রাজস্থানে ৩৮১৪ জন, তেলেঙ্গানায় ১১৯৬ জন, ত্রিপুরায় ১৫০ জন, উত্তরাখণ্ডে ৬৮ জন, উত্তর প্রদেশে ৩৪৬৭ এবং পশ্চিমবঙ্গে ১৯৩৯ জন।