ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল কাশ্মীরে। এ বার ঘটনাস্থল কিস্তওয়ার। মঙ্গলবার সকালে একটি হাসপাতালে ঢুকে এক আরএসএস কর্মীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, চন্দ্রকান্ত শর্মা নামের ওই আরএসএস কর্মীর গুলি লাগে। তাঁকে বাঁচাতে গিয়ে
গুলি লাগে নিরাপত্তারক্ষীরও। গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হলেও অবশেষে জঙ্গিদের গুলিতে প্রাণ যায় তাঁদের।
https://m.facebook.com/story.php?story_fbid=2369381173176049&id=156125431168312
এর আগেও তাঁর বাড়িতে হুমকি চিঠি গিয়েছিল। এ বার সরাসরি হামলা। কিস্তওয়ারের একটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী চন্দ্রকান্ত শর্মা। মঙ্গলবারও তিনি সেই কাজে ওই হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের ভিতরেই তাঁর উপর জঙ্গিরা হামলা চালায়। এক প্রত্যক্ষদর্শীর দাবি, জঙ্গিদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আচমকাই চন্দ্রকান্ত শর্মা ও তাঁর নিরাপত্তা আধিকারিককে লক্ষ্য করে গুলি চালানো হয়।
গতবছর জম্মুতে দুই আরএসএস কর্মী অনিল এবং অজিতের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। দু’জনেরই মৃত্যু হয়েছিল জঙ্গিদের গুলিতে। সে বার কারফিউ জারি করতে হয়েছিল জম্মুতে। কিন্তু এ বার কারফিউ জারির কোনও খবর পাওয়া যায়নি। হাসপাতালের ভিতরে ঢুকে জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু আরএসএস নয়, ন্যাশনাল কনফারেন্সের এক নেতার গাড়ি লক্ষ্য করেও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার। তবে কাশ্মীরের ওই নেতার কোনও ক্ষয় ক্ষতি হয়নি।