ভারতের (India)করোনাভাইরাস (Corona virus) পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। লকডাউন সত্বেও ভারতে দ্রুত গতিতে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৮৮৬ এবং সংক্রমিত ৫৬,৩৪২ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১৬,৫৩৯ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৩৯০ জন এবং মৃত্যু হয়েছে ১০৩ জনের।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫৬,৩৪২ জন (‘অ্যাক্টিভ’ করোনা রোগী ৩৭,৯১৬)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৮৬। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৬,৫৩৯ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১৮৮৬ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে ৫ জনের, চন্ডীগড়ে একজন, দিল্লিতে ৬৬ জনের, গুজরাটে ৪২৫ জনের, হরিয়ানায় ৭ জনের, হিমাচল প্রদেশে ২ জনের, জম্মু-কাশ্মীরে ৯ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ৪০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ১৯৩ জন, মহারাষ্ট্রে ৬৯৪ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় দু’জনের, পঞ্জাবে ২৮ জন, রাজস্থানে ৯৭ জনের, তামিলনাড়ুতে ৩৭ জন, তেলেঙ্গানায় ২৯ জন, উত্তরাখণ্ডে একজন, উত্তর প্রদেশে ৬২ জন এবং পশ্চিমবঙ্গে ১৫১ জন প্রাণ হারিয়েছেন।সারা দেশের নিরিখে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে শুক্রবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ১৭,৯৭৪, দিল্লিতে ৫৯৮০, তামিলনাড়ুতে ৫৪০৯, অন্ধ্রপ্রদেশে ১৮৪৭ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৫৪ জন, বিহারে ৫৫০ জন, চন্ডীগড়ে ১৩৫ জন, ছত্তিশগড়ে ৫৯ জন, দাদর নগর হাভেলিতে একজন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৭০১২ জন, হরিয়ানায় ৬২৫ জন, হিমাচল প্রদেশে ৪৬ জন, জম্মু-কাশ্মীরে ৭৯৩ জন, ঝাড়খণ্ডে ১৩২ জন, কেরলে ৫০৩, কর্ণাটকে সংক্রমিত ৭০৫ জন, লাদাখে ৪২ জন, মধ্যপ্রদেশে ৩২৫২ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ২১৯ জন, পুদুচেরিতে ৯ জন, পঞ্জাবে ১৬৪৪ জন, রাজস্থানে ৩৪২৭ জন, তেলেঙ্গানায় ১১২৩ জন, ত্রিপুরায় ৬৫ জন, উত্তরাখণ্ডে ৬১ জন, উত্তর প্রদেশে ৩০৭১ এবং পশ্চিমবঙ্গে ১৫৪৮ জন।
2020-05-08