আর কিছুক্ষণের মধ্যেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবে মোদী

ফের একবার লকডাউনের (lockdown)মধ্যে দেশবাসীর উদ্দশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মনে করা হচ্ছে, তৃতীয় ধাপে লকডাউন প্রসঙ্গে কিছু বলতে পারেন প্রধানমন্ত্রী।

এর আগে লকডাউনের মধ্যে একাধিকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে সবসময়ই উঠে এসেছে কোনও না কোনও নয়া ঘোষণা। তাই এবার তিনি আদৌ কোনও নয়া ঘোষণা করেন কিনা তা জানতে উৎসুক আমজনতা।

বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার পূন্য তিথিতে ভাষণ দেবেন তিনি। ঠিক সকাল ৯ টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

মোদী এর আগে লকডাউনের মধ্যে একাধিকবার ভাষণ দিয়েছেন, কখনও তিনি বলেছেন করোনা যোদ্ধাদের সম্মানের জন্য বাতি নিভিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালাতে। আবার কখনও বলেছেন একতার প্রতীক হিসেবে থালা বা বাসন বাজিয়ে শব্দ করতে। এবার প্রধানমন্ত্রী কি বলেন, সেই দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।

এছাড়াও করোনার মধ্যে মোদী বলেন, কোভিড ১৯য়ের সঙ্গে লড়তে গেলে প্রয়োজন ধৈর্য্য, সহযোগিতা ও সতর্কতা। এই তিনটি উপাদান থাকলেই যুদ্ধে জয় সম্ভব। ভারত এই কঠিন সময় অতিক্রম করে যাবেই। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে লেখা এক চিঠিতে এই বক্তব্যই রাখলেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে বুধবার ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এক বিশেষ প্রার্থনার আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কতি মন্ত্রক। বিশ্বের সব বৌদ্ধ সঙ্ঘের প্রধানরা সেখানে যোগ দেবেন।

মূলত করোনা-যোদ্ধা অর্থাৎ যারা সামনে থেকে মোকাবিলা করছেন এবং যারা করোনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রান্ত, তাঁদের জন্য এই প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.