ভারতে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে (India) কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬৯৪ এবং সংক্রমিত ৪৯,৩৯১ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১৪,১৮২ জন। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪৯,৩৯১ জন (‘অ্যাক্টিভ’ করোনা রোগী ৩৩,৫১৪)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৯৪। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৪,১৮২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১৬৯৪ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৩৬ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে ৪ জনের, দিল্লিতে ৬৪ জনের, গুজরাটে ৩৬৮ জনের, হরিয়ানায় ৬ জনের, হিমাচল প্রদেশে ২ জনের, জম্মু-কাশ্মীরে ৮ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ২৯ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ১৭৬ জন, মহারাষ্ট্রে ৬১৭ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ২৫ জন, রাজস্থানে ৮৯ জনের, তামিলনাড়ুতে ৩৩ জন, তেলেঙ্গানায় ২৯ জন, উত্তরাখণ্ড একজন, উত্তর প্রদেশে ৫৬ জন এবং পশ্চিমবঙ্গে ১৪০ জন প্রাণ হারিয়েছেন।
মৃত্যু ও সংক্রমণ উভয় দিক থেকেই রেকর্ড গড়ে চলেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে বুধবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ১৫৫২৫, দিল্লিতে ৫১০৪, তামিলনাড়ুতে ৪০৫৮, অন্ধ্রপ্রদেশে ১৭১৭ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৪৩ জন, বিহারে ৫৩৬ জন, চন্ডীগড়ে ১১১ জন, ছত্তিশগড়ে ৫৯ জন, দাদর নগর হাভেলিতে একজন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৬২৪৫ জন, হরিয়ানায় ৫৪৮ জন, হিমাচল প্রদেশে ৪২ জন, জম্মু-কাশ্মীরে ৭৪১ জন, ঝাড়খণ্ডে ১২৫ জন, কেরলে ৫০২, কর্ণাটকে সংক্রমিত ৬৭১ জন, লাদাখে ৪১ জন, মধ্যপ্রদেশে ৩০৪৯ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ১৭৫ জন, পুদুচেরিতে ৯ জন, পঞ্জাবে ১৪৫১ জন, রাজস্থানে ৩১৫৮ জন, তেলেঙ্গানায় ১০৯৬ জন, ত্রিপুরায় ৪৩ জন, উত্তরাখণ্ডে ৬১ জন, উত্তর প্রদেশে ২৮৮০ এবং পশ্চিমবঙ্গে ১৩৪৪ জন।