শনিবার সকালেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে নৈহাটি পাওয়ার হাউস মোড়ে উত্তেজনা ছড়িয়েছিল। রবিবার রাতে ফের অভিযোগ উঠল, বিজেপির ব্যারাকপুর সংসদীয় জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্রের গাড়ি ভাঙচুরের।
বিজেপির অভিযোগ, অর্জুন সিংয়ের সমর্থনে দেওয়াল লেখার সময় তৃণমূলের বাহিনী আচমকা হামলা চালিয়েছিল শনিবার। তাতে দুই বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অর্জুন সিং ঘটনাস্থলে গেলে উত্তেজনা আরও বাড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পরেই বিজেপি ফের অভিযোগ তোলে, রবিবার রাতে তাদের নেত্রী ফাল্গুলী পাত্রের গাড়ি ভাঙচুর করে ভয় দেখানো হয়।
এলাকার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় শনিবারের ঘটনায় জানান, বাড়ির লোকের কোনও অনুমতি না নিয়েই বিজেপি দেওয়াল লিখছিল। যে দেওয়ালে বিজেপি লিখছিল, সেটির অনুমতি তৃণমূলের নেওয়া ছিল বলে দাবি করেন তিনি। উল্টো দিকে, বিজেপির ব্যারাকপুর সংসদীয় জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, “বাড়ির মালিকের অনুমতি থাকা সত্ত্বেও তৃণমূল দেওয়াল লিখতে আমাদের বাধা দেয়। বাইরে থেকে ছেলে জমায়েত করে মারধর করে।”
এই নিয়েই ঝামেলা শুরু হয়ে তা রবিবার রাতে গাড়ি ভাঙচুরে গড়িয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।