কম রেশন দিচ্ছে ডিলার- এই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সালার। বিক্ষুব্ধ গ্রামবাসীরা রেশন ডিলারের বাড়ি ভাঙচুর করেন এবং বাড়ির জিনিসপত্র বাইরে ফেলে দেন। পরে তাতে আগুন ধরিয়ে দেন উত্তেজিত গ্রামবাসীরা। সেইসঙ্গে এলাকায় নতুন রেশন ডিলার নিয়োগ করার দাবি জানিয়েছেন তাঁরা।
গ্রামবাসীদের অভিযোগ, সরকারি ঘোষণা অনুযায়ী যে পরিমান চাল দেওয়ার কথা, তার থেকে কম রেশন দিচ্ছিলেন ডিলার হালিম শেখ (Halim Sheikh)। এব্যাপারে বেশ কয়েকবার ডিলারের কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন তাঁরা। বাধ্য হয়ে আজ সকালে কয়েকশ গ্রামবাসী ডিলার হালিম শেখের বাড়িতে হামলা করে। বিক্ষুব্ধ বাসিন্দারা তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। বাড়ির ভিতরে ভাঙচুর চালানো হয়।জিনিসপত্র বাইরে টেনে ফেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। অবস্থা বেগতিক দেখে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচান ওই রেশন ডিলার। ঘটনার খবর পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। আসেন সালারের বিডিও। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
শুধু সালার নয়, রাজ্যের একাধিক জেলায় রেশন নিয়ে বিস্তর অভিযোগ সাধারণ মানুষের। অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের তরফে। এর আগে একাধিক জেলায় দুর্নীতির অভিযোগে কয়েকজন রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। সালারের ঘটনায় স্থানীয় মানুষদের দাবি নতুন ডিলার নিয়োগ করার। এই ঘটনায় কি পদক্ষেপ নেয় প্রশাসন, এখন সে দিকে তাকিয়ে মানুষজন।