এই বার লোকসভা নির্বাচনে দেশের সুরক্ষাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে জঙ্গি হামলার পর ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল। আর এই ঘটনার পর থেকেই মানুষ সেনার উপর আরও বেশি করা ভরসা করা শুরু করেছে। ফার্স্ট পোস্ট ট্রাস্ট এর সমীক্ষা অনুযায়ী দেশের জনতা সবথেকে বেশি যদি কারও উপর ভরসা করে, সেটা আমদের ভারতীয় সেনা।
সমীক্ষা অনুযায়ী দেশের ৬০.১ শতাংশ মানুষ সেনার উপর চোখ বন্ধ করে ভরসা করে। আর দেশের ১৩.১ শতাংশ মানুষ সেনার উপর ভরসা করে, কিন্তু বেশি না। ভরসার দিক থেকে দেশের মানুষ সেনার পর নরেন্দ্র মোদীকেই স্থান দিয়েছে।
ফার্স্ট পোস্ট ট্রাস্ট এর সমীক্ষা অনুযায়ী দেশের ৫১.৭ শতাংশ মানুষ বাকি নেতাদের থেকে নরেন্দ্র মোদীকেই বেশি ভরসা করে। আর ১৭.১ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে ভরসা করে, কিন্তু বেশি না। দেশের জনতা তৃতীয় স্থানে সুপ্রিম কোর্টকে রেখেছে। সমীক্ষা অনুযায়ী দেশের ৪৮.৯ শতাংশ মানুষ সুপ্রিম কোর্টের উপর ভরসা করে।
সমীক্ষায় ভারতীয় রিজার্ভ ব্যাংক, সিবিআই, নির্বাচন কমিশন, সংসদ, পুলিশ মিডিয়া, রাজনৈতিক দল আর রাজনেতাদের সমন্ধ্যে জিজ্ঞাসা করা হলে, সবথেকে নীচু স্তরে রাজনেতাদের রেখেছে মানুষ। দেশের নেতাদের উপর মাত্র ১৯.৪ শতাংশ মানুষই ভরসা করে।