লকডাউনের মধ্যেই বালুরঘাট (Balurghat) শহরের বাসস্ট্যান্ট এলাকায় পড়ে থাকা অসুস্থ এক ভবঘুরেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল বিজেপির (BJP) যুব মোর্চা । বৃহস্পতিবার স্থানীয় সূত্রে খবর পেয়ে সংগঠনের কর্মকর্তারা এলাকায় পৌঁছে পুলিশকে খবর দেন । পুলিশ কর্মীরা এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন । ঘটনায় মহকুমা শাসকের সাথেও কথা বলেন যুব মোর্চার কর্মকর্তারা । যারপরেই প্রশাসনের তরফে পাঠানো কোভিড-১৯ এর একটি অ্যাম্বুলেন্সে ওই বৃদ্ধাকে তুলে দেন সংগঠনের কর্মীরা । হাসপাতালে নিয়ে যাবার দীর্ঘ প্রায় দুই ঘন্টা পর অসুস্থ ভবঘুরেকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসকরা ।
যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত (Abhishek Sengupta) জানিয়েছেন , অসুস্থ ওই মহিলাকে তাদের সদস্যরা দেখতে পেয়েই প্রশাসনকে খবর দিয়েছে। মহিলা দ্রুত সুস্থ হয়ে উঠুক । তাঁর পরিবারের কোন সদস্যের খোঁজ পেলে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে ।