মিন্টো পার্কের পুলিশের লাঠিচার্জের পর এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে অবস্থানে বসলেন কম্পিউটার শিক্ষকরা। মঙ্গলবার বিকেলেই শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। পার্থ চট্টোপাধ্যায় দেকা না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ দানা বাঁধছিল কম্পিউটার শিক্ষকদের৷ মঙ্গলবার সেই ক্ষোভেই মিন্টো পার্কের কাছে জমায়েত হন তাঁরা। বিক্ষোভের ফলে মিন্টো পার্ক সংলগ্ন রাস্তায় কিছুটা যানজট হয়৷ এরপর বিক্ষোভ দমনে নামে পুলিশ৷

শুরু হয় ব্যাপক লাঠিচার্জ৷ আন্দোলনকারী ও পুলিশের মধ্যে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়৷ রীতিমতো মারধর করে শিক্ষক-শিক্ষিকাদের হঠিয়ে দেওয়া হয়৷ বিক্ষোভে সামিল হয়েছিলেন মহিলারাও, পুলিশ লাঠিচার্জে জখম হন তাঁরাও। ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের৷ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়৷

জখম অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে যান পথচলতি মানুষজন৷ শিক্ষকদের বিক্ষোভ দমনে পুলিশের এই আচরণ ইতিমধ্যেই নিন্দার মুখে পড়েছে৷ আন্দোলনকারীরা স্পষ্ট বলছেন, তাঁরা পিছু হঠবেন না৷ নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এভাবে পুলিশি অত্যাচারের মুখে পড়েও আন্দোলন জারি রাখবেন৷ এরপরই শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে চলে যান তাঁদের একাংশ। কেন তাঁদের উওর এভাবে চড়াও হল পুলিশ, সেই প্রশ্ন তোলা হয়েছে।

এক বিক্ষোভকারী জানাচ্ছেন, বিভিন্ন স্কুলে কম্পিউটার ক্লাস ছাড়াও তাঁদের আরও অনেক কাজ করতে হয়৷ মাসিক বেতন মাত্র ৪৬০০ টাকা৷ বেতন বৃদ্ধির দাবি অনেকদিনের৷ স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে এনিয়ে বহু বার আবেদন করা হলেও, কানে তোলেননি কেউ৷ বেতন কাঠামো যেমন ছিল, তেমনই রয়েছে৷

তাই কম্পিউটার শিক্ষকরা একজোট হয়ে দাবি তুলেছেন, শিক্ষকদের ন্যূনতম বেতন কাঠামোর আওতায় তাঁদেরও আনতে হবে৷ স্কুলশিক্ষক হিসেবে ন্যূনতম বেতন দিতেই হবে৷ তাঁরা আরও জানিয়েছেন, প্রশাসনকে নিজেদের দাবির কথা জানালে তাদের তরফে আশ্বাস মিলেছে৷ কিন্তু এক্ষেত্রে আসল ভূমিকা নিতে হয় স্কুল কর্তৃপক্ষকে৷ আর সেখানেই উদাসীনতা রয়েছে বলে অভিযোগ৷ শিক্ষকদের দাবি, স্কুল কর্তৃপক্ষ কোনওভাবেই কম্পিউটার ক্লাসের জন্য বেতন বাড়াতে রাজি নয়৷ এতদিন এই বঞ্চনা সহ্য করার পরই তাঁরা মঙ্গলবার মিন্টো পার্কে বিক্ষোভ সমাবেশ হচ্ছিল৷ সেখানেই পুলিশের এমন অমানবিক আচরণ৷ শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় নিন্দায় সরব বিভিন্ন মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.