রাজ্যে যখন একের পর এক কোভিড সনাক্ত হয়েই চলেছে, অপরদিকে সরকারি ভাষ্যে কিন্তু তার সঠিক প্রতিফলন ঘটছে না। তথ্যের এই গোপনতা কিন্তু অনেক ক্ষেত্রে আরো বিপদ ডেকে আনে। আই সি এম আর (ICMR) এর সমীক্ষায় ধারনা করা হচ্ছে পশ্চিমবঙ্গের (West Bengal) ৬ টি জেলায় গোষ্ঠী সংক্রমনের ঘটনা ঘটেছে অথচ এখনও তথ্য গোপনের মতো ঘটনাগুলো হয়ে যাচ্ছে বলেই জনসাধারণের অনেকেই মনে করছেন। প্রসঙ্গত KMC অনুযায়ী কোভিডে মৃত ব্যাক্তির সংখ্যা যেখানে ১০ জন, সেখানে রাজ্য সরকারের হেল্থ বুলেটিন অনুযায়ী তা শুধুই ৫ জন।
সুতরাং তথ্য গোপনের আশংকা যে একেবারেই অমূলক নয়, তাই বারে বারে প্রমাণ হচ্ছে।
2020-04-10