আধার এবং প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল সরকার। আগে এই সময়সীমা ছিল ৩১ মার্চ। তা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।
মোদি সরকার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, আর্থিক দুর্নীতি রুখতে চেষ্টার অন্ত রাখবে না। পরবর্তী সময়ে সরকারের সেই অবস্থানকে আরও স্পষ্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন, তিনি দেশের চৌকিদারের ভূমিকা পালন করছেন। যাতে দেশের কেউ ক্ষতি করতে না পারে। সেইমতো, দেশের অসাধু ব্যক্তিদের আর্থিক দুর্নীতি রুখতে এই আধার এবং প্যান কার্ড সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু, এখনও দেশের জনগণের এক বিরাট অংশের আধার কার্ড তৈরি হয়নি। সেকথা মাথায় রেখে এই সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল সরকার।