চৌকিদার স্লোগান নিয়ে নিয়ম করে তোপ দাগছে বিরোধীরা। ভোটের মুখে পালটা কৌশল প্রধানমন্ত্রীর। আজ, দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে পালটা ম্যায় ভি চৌকিদার ক্যাম্পেন শুরু মোদির। তাঁর কটাক্ষ, চৌকিদার একটি ভাবনা-মাত্র। বিরোধীদের তার মর্যাদা বোঝার ক্ষমতা নেই।
সোশ্যাল মিডিয়ায় আটকে ছিল মোদির চৌকিদার ক্যাম্পেন। ভোটের মুখে, ভার্চুয়াল জগত ছেড়ে বাস্তবের মাটিতে সেই প্রচার। রবিবার, দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ম্যায় ভি চৌকিদার ক্যাম্পেন মোদির। সেইসঙ্গে ভিডিও কনফারেন্সে প্রশ্নোত্তর পর্ব।
গত লোকসভা ভোটের আগেই চৌকিদার স্লোগান মোদির। কিন্তু, পাঁচ বছর পর, এ বারের লোকসভা ভোটের মুখে, রাফাল-দুর্নীতির অভিযোগে বিদ্ধ চৌকিদার। তাই পালটা রণকৌশল। লক্ষ্য গোটা দেশে সেই স্লোগান ছড়িয়ে দেওয়া। স্লোগান নিয়ে লাগাতার কটাক্ষ। নাম না করে রাহুল গান্ধিকেও বিঁধেছেন মোদি। এ দিনের মঞ্চ থেকে ‘ম্যায় ভি চৌকিদার’ক্যাম্পেনকে হাতিয়ার করে জাতীয়তাবাদের আবেগকেই উস্কে দিতে চাইলেন প্রধানমন্ত্রী।