গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন৷ দুটি কেন্দ্র থেকেই ভোটে জয়ী হন তিনি৷ এবার সেই পথে হাঁটছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ নিজের গড় আমেঠি ছাড়া আরও একটি কেন্দ্র থেকে লড়তে দেখা যাবে সোনিয়া পুত্রকে৷
দুই কেন্দ্রে লড়াই করলেও একটি কেন্দ্রেও জিততে পারবেন না কংগ্রেস সভাপতি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বিজেপি নেত্রী মানেকা গান্ধী। তাঁর কথায়, “আমেঠি এবং ওয়ানাড দু’টি কেন্দ্র থেকেই আমাদের বিজেপি প্রার্থীরা বিপুল ভটে জয়লাভ করবেন।” যার অর্থ কংগ্রস বা অন্য দলের প্রার্থীদের জেতার কোনও প্রশ্নই নেই।
প্রথম লোকসভার ময়দানে রাহুল গান্ধীকে দুটি কেন্দ্র থেকে লড়তে দেখা যাবে৷ দ্বিতীয় যে কেন্দ্রটি কংগ্রেস সভাপতির জন্য বাছা হয়েছে তা হল কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রটি৷ দলের প্রবীণ নেতা এ কে অ্যান্টনি এই খবর ঘোষণা করা মাত্র উল্লাসে ফেটে পড়েন কেরল কংগ্রেসের নেতা ও কর্মীরা৷ রাহুলকে এই রাজ্য থেকে ভোটে দাঁড় করানো নিয়ে প্রথম থেকেই সক্রিয় ছিল কেরল কংগ্রেস লবি৷
রবিবার দুই কেন্দ্রে রাহুল গান্ধীর লড়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস। আর এদিনই তাঁকে অশনি সংকেত দিয়েছেন মোদী সরকারের মন্ত্রী মানেকা গান্ধী। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মানেকা গান্ধী এবং রাহুল গান্ধী একই পরিবারের সদস্য। সঞ্জয় পত্নী মানেকা সম্পর্কে রাহুলের কাকিমা হন। সময়ের খেলায় এখন তাঁরা একই পরিবারের সদস্য হয়েও প্রতিদ্বন্দ্বী। লড়াইয়ের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ।
উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে সমতা রক্ষা করার জন্য কেরল থেকে লড়ছেন রাহুল। কংগ্রেসের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। যদিও বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়েছেন যে আমেঠিতে পরাস্ত হওয়ার ভয়েই ওয়ানাড থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি। এই বিষয়ে মানেকা গান্ধীর বক্তব্য, “যার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে লড়তে পারে। সে ভয় পেয়েছে কিনা বলতে পারব না।”
অপরদিকে সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতও কংগ্রেসের সিদ্ধান্তে হতাশ৷ বিজয়নের সঙ্গে তিনিও একমত৷ সংবাদসংস্থা এএনআইকে কারাত জানান, জাতীয় স্তরে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে৷ এদিকে রাজ্যে রাজ্যে তারাই বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে লড়ছে৷ এর জন্য জাতীয় স্তরে ভুগতে হবে কংগ্রেসকে৷ বামেদের বিরুদ্ধে কংগ্রেস সভাপতি নিজে দাঁড়াচ্ছেন- এর মানে তো এটাই দাঁড়ায় কেরলে বামেদেরকে টার্গেট করেছে কংগ্রেস৷ তবে বামেরা তাঁর বিরুদ্ধে লড়বে এবং ওয়ানাড কেন্দ্র থেকে রাহুলকে গো হারা হারাবেন৷