করোনাভাইরাসের(corona virus) প্রকোপে মৃত্যু-মিছিল অব্যাহত গোটা বিশ্বে। মৃত্যু ও সংক্রমণে রাশ টানাই যাচ্ছে না। কোভিড-১৯, মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীব্যাপী মৃত্যু বেড়েই চলেছে। গোটা বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৪৬ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। সংক্রমিত কমপক্ষে ৯,৩২,৬০০ জন। করোনার প্রকোপে এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি ইতালি, আমেরিকা ও স্পেনে। ধীরে ধীরে ছন্দে ফিরেছে চিন ও দক্ষিণ কোরিয়া।
২ এপ্রিল সকাল পর্যন্ত, জোন্স হোপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৯,৩২,৬০০ জন। মৃতের সংখ্যা ৪৬,৮০৯ জন। ইউরোপজুড়ে এখন আতঙ্ক বিরাজমান, মৃত্যু বাড়ছে ইতালি, আমেরিকা ও স্পেনে। সিঙ্গাপুরেও কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন কমপক্ষে ১,০০০ জন, মৃত্যু হয়েছে ৪ জনের।