রাজ্যের সব পুলিশ খারাপ নয় কিন্তু তাদের খারাপভাবে ব্যবহারের ফলে তারা বিভ্রান্ত আর যার জেরে সৎ পুলিশ অফিসারদের মনে বিদ্রোহ দানা বাঁধছে, একদিন এইসব পুলিশ অফিসাররা গর্জে উঠবে বলে দাবি করেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচার শুরু করার আগে জয় উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়িতে গিয়ে পূজা দেওয়ার পাশাপাশি হনুমানজী ও দুর্গা মন্দিরে গিয়ে পূজা দেন ও আরতি করেন। পরে একটি হুড খোলা জিপে চড়ে উলুবেড়িয়া শহর পরিক্রমা করেন বিজেপির হাওড়া গ্রামীন জেলার সদর কার্যালয়ে পৌছান। পরে এক সাংবাদিক সম্মেলনে জয় বলেন, এবারের লোকসভা নির্বাচন দেশের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচন। জয়ের দাবি, দেশ তথা রাজ্যের অধিকাংশ মানুষ মনে করে নরেন্দ্র মোদির হাতে দেশ সুরক্ষিত। বিজেপি প্রার্থী বলেন, দেশে বিজেপি সরকার আসা মানে মানুষের পেটে ভাত, হাতে কাজ, মনে শান্তি, নিশ্চিন্তে ঘুমতে পারবে মানুষ। এদিন জয় বলেন, যদি তিনি উলুবেড়িয়া থেকে সাংসদ নির্বাচিত হন তাহলে উলুবেড়িয়াকে শান্তির চাদরে মুড়ে দেবেন। এদিন বিরোধী তৃণমূলের প্রার্থী সর্ম্পকে তিনি বলেন, সাজদা আহমেদ রাজনীতি বোঝেন না ওনাকে দল যেভাবে চালাচ্ছে উনি সেইভাবে চলছেন। তাঁর দাবি রাজ্যে তৃণমূলের সন্ত্রাস যত বাড়বে বিজেপির ভোট তত বাড়বে। জয় বলেন, রাজ্যে নারীদের কোন সুরক্ষা না থাকায় নির্বাচনে আবার বিরোধী ৩ প্রার্থী মহিলা হওয়ায় নির্বাচনে প্রচার চালানোর পাশাপাশি তাদের সুরক্ষা দেওয়াটা আমার বাড়তি দায়িত্ব। এদিন জয় কর্মীদের নিয়ে একটি কর্মীসভা করেন।