জম্মু কাশ্মীরে শোপিয়ান জেলার কেলর এলাকায় ভারতীয় সেনার এনকাউন্টার করে তিন জঙ্গিকে খতম করে। সেনা তাঁদের থেকে প্রচুর পরিমাণে অস্ত্র-সস্ত্র উদ্ধার করেছে। বুধবার রাতে জঙ্গিরা সেনার উপর হামলা চালায়। জঙ্গিদের গুলির জবাবে সেনাও মোক্ষম জবাব দেয়। সেনার পাল্টা গুলিতে খতম হয় তিন জঙ্গি। মৃত জঙ্গিদের দেহ উদ্ধার করেছে সেনা।
আরেকদিকে বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের হ্যান্ডওয়ারায় জঙ্গিরা সেনার উপর হামলা চালায়। সেনা জঙ্গিদের হামলার পর পুরো এলাকা ঘিরে নেয়। শোনা যাচ্ছে ওই এলাকায় দুই থেকে তিন জঙ্গি লুকিয়ে আছে।
এর আগে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁম জেলার কুগের এলাকায় বুধবার উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা সেনার উপর পেট্রোল বোম দিয়ে হামলা করে। বিক্ষোভকারীদের পেট্রোল বোমের হামলায় একটি গোশালা পুড়ে ছাই হয়ে যায়।
বিক্ষোভকারীদের শান্ত করার জন্য সেনাকে গুলি চালাতে হয়। সেনার পালটা আঘাতে দুই যুবক আহত হয়ে বলে জানা যায়। আহত যুবকদের পরিচয় ফইজান আহমেদ আর সোহেল নজীর ভট্ট বলে জানা যায়।