মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবিরোধী, বললেন মুকুল রায়।
প্রসঙ্গত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালে ‘মিশন শক্তি’র ঘোষণা করেন। স্যাটেলাইট বিদ্ধংসী মিশাইলের সফল উৎক্ষেপণের পরে এই ঘোষণা করেন মোদি। এরপরই মোদির বিরুদ্ধে নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ তোলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মমতা জানিয়ে দিয়েছেন তৃণমূল বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন যাবে। মমতার এই বক্তব্যের জবাবে রাজ্য বিজেপির শীর্ষ নেতা মুকুল রায় বলেন, তৃণমূল এখন সব ব্যাপারেই কমিশনে যেতে চায়। পায়ের তলায় মাটি না থাকলে যা হয়। মুকুলের আরও বক্তব্য, আমরা এখন মহাকাশে নক্ষত্র যুদ্ধেও ক্ষমতাধর। আজকের দিনটা প্রত্যেক ভারতবাসীর জন্য গর্বের। আমরা আমাদের বিজ্ঞানীদের জন্য গর্বিত, আমরা আমাদের সরকারের পদক্ষেপের জন্য গর্বিত। যে প্রতিরক্ষা প্রযুক্তি ছিল কেবল আমেরিকা, রাশিয়া, চিনের মতো তিনটি দেশের কাছে তা এবার আমাদের হাতেও। এর সঙ্গে নির্বাচন বিধির কোনও সম্পর্ক নেই। থাকতে পারে না। এরপরই মুকুল বলেন, যখন দেশ এগোচ্ছে তখন তৃণমূল উল্টোপাল্টা কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবিরোধী কথা বলছেন।