দিল্লিতে (Delhi) হওয়া সংঘর্ষের পিছনে নতুন তথ্য | সেই তথ্য আবার কেন্দ্রের হাতে তুলে দিল কিছু বুদ্ধিজীবী মানুষ | গ্রুপ অফ ইনটেলেকচুয়ালস অ্যান্ড অ্যাকামেডেশিয়ানস (Group of Intellectuals and Academicians) বা ছোট করে বললে জিআইএ (GIA)| তাদের দাবি,সংঘর্ষের যে পরিকল্পনা তার পিছনে রয়েছে শহুরে নকশাল ও জেহাদীদের আঁতাত| তাই এর তদন্ত হওয়া উচিত এনআইএ (NIA) দ্বারা | রিপোর্টে পীড়িতদের পুনর্বাসনের পাশাপাশি তাদের মধ্যে সংঘর্ষ ঘিরে যে ভীতির সৃষ্টি হয়েছে তাকে দূর করার আর্জিও জানানো হয় |
দিল্লি (Delhi) রায়ট ২০২০ ফ্রম গ্রাউন্ড জিরো নামাঙ্কত এই রিপোর্ট বলা হয় সংঘর্ষ পীড়িত এই অঞ্চলে অনেক আগে থেকে এই প্লট করা হয়েছিল | নক্সাল বা অতি বামদের সঙ্গে বামেদের উপস্থিতির কথাও উল্লেখ ওই রিপোর্টে | ২০১৫সালে তৈরি কিছু সাংবাদিক,এন্টারপ্রেনার,মিডিয়া পার্সন ও শিক্ষাবিদদের নিয়ে তৈরি এই বিশেষ কমিটির মতে,জেহাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উপস্থিতি দেখা গিয়েছে সিএএ (CAA)-র ধরনা মঞ্চে | শ্রুতি মিশ্রা,মনিকা আরোরা,প্রেরণা মালহোত্রার মত মানুষদের মতে,সুকৌশলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঘৃণার বীজ বপন করার কাজ করে এই শহুরে নকশালেরা | দীর্ঘ সময়ের এই প্রচেষ্টারই পরিণাম ওই সংঘর্ষ |
শাহীন বাগ (Shaheen Bug) থেকে শুরু করে এই কাজ ধীরে ধীরে মুসলিম অধ্যুষিত সব জায়গার মধ্যেই ছড়িয়ে দেওয়া হয় | তাই অতি দ্রুত অশান্তির আগুন ছড়িয়ে তা ধর্মীয় রং লেগে যায় বলেও মত ওই কমিটির | ৪৮পাতার রিপোর্টে আইসিস যোগের কথাও উল্লেখ করা হয়েছে | যেভাবে মারা হয়েছে তার ধরনের কথা উল্লেখ করে এই দাবি করা হয় | সব তথ্য প্রমাণ দিয়ে বলা হয় ২০১৯ সালের ১৫ই ডিসেম্বর থেকে দিল্লিতে (Delhi) হওয়া সমস্ত ঘটনাবলী এনআইএ (NIA) কে দিয়ে তদন্ত করার দাবি করে ওই কমিটি |