রঙের উত্সব হোলি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)| শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু (M Bankaiya Naidu) , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) , কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রমুখ| মঙ্গলবার সকালে টুইট করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘প্রত্যেককে হোলির শুভেচ্ছা! রঙের উত্সব হোলি, বসন্ত এবং ভ্রাতৃত্ববোধ উদযাপনের উত্সব| এই উত্সব প্রত্যেকের জীবনে শান্তি, সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক|’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) টুইটারে লিখেছেন, ‘রঙ, উল্লাস ও আনন্দের উত্সব হোলিতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন| এই উত্সব প্রতিটি দেশবাসীর জীবনে আনন্দ বয়ে আনুক|’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) শুভেচ্ছা বার্তা, ‘সকলকে হোলির আন্তরিক শুভেচ্ছা|’ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটাকে লিখেছেন, ‘রঙের এই উত্সব আপনাদের সকলের জীবনে খুশির রঙ ভরে দিক| প্রত্যেককে হ্যাপি হোলি|’

করোনা-আতঙ্কের মধ্যেই রঙের উত্সবে মাতোয়ারা দেশবাসী
কেরল, উত্তর প্রদেশ, দিল্লি, পঞ্জাব, তেলেঙ্গানা, জম্মু-সহ ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই থাবা বসিয়েছে কোভিড-১৯ নভেল করোনাভাইরাস (Coronavirus)| করোনাভাইরাস-এর আতঙ্কে রয়েছে দেশবাসী! সংক্রমণ রুখতে এ বছর হোলি মিলন উত্সবে অংশ নেবেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ|

কিন্তু, করোনা-আতঙ্ক ভুলে দেশবাসী মেতেছে রঙের উত্সবে| মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়ীনিতে (Ujjayani) মহাকাল মন্দিরে হোলি উদযাপিত হয়| হোলি উদযাপিত হয়েছে উত্তর প্রদেশের বারাণসী, মথুরা সর্বত্রই| মথুরার বাঁকে বিহারী মন্দিরে রঙের উত্সবে সামিল হন বহু মানুষজন| রঙের উত্সবে খোজ মেজাজেই দেখা যায় পুদুচেরির রাজ্যপাল কিরণ বেদীকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.