জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) নীলম উপত্যকা (Nilam Valley) সংলগ্ন সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তানী সেনা। লঙ্ঘিত হয়েছে অস্ত্র প্রত্যর্পণ চুক্তিও। সেকারণে পাল্টা আঘাত হানলো ভারতীয় সেনা। গত বুধবার পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে সেনা জওয়ানরা। আঘাত করা হয় সীমান্তবর্তী আর্টিলারি এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে ।
বেশ করেকদিন ধরেই চলছিল পাক সেনার এই ছায়াযুদ্ধ। চেষ্টা করা হয় কুপওয়ারা জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে পুরোনো ধাঁচে জঙ্গি অনুপ্রবেশের। কিন্তু সেনাবাহিনীর তৎপরতায় তা ধরা পড়ে যায়। চালু হয় পাল্টা প্রতিক্রিয়ার। পাক সৈন্য ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনা জওয়ানরা। তাতেই কাবু হয়ে যায় পাক সেনা।
বস্তুত, যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়া এই অ্যাণ্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে খুব কমই হামলা চালায় সেনা। সেকারণেই পাল্টা সেনা হামলায় কার্যত হতচকিত হয়ে যায় পাক সেনা। সূত্রের খবর সেনার এই হামলায় নিহত হয়েছে একজন পাক সেনা ।