পাকিস্তানের বিরুদ্ধে ফের সাফল্য ভারতের। উল্টানো পাক পতাকা প্রমাণ দিল ভারতীয় সেনা সাফল্যের। দিনের পর দিন পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তির লঙ্ঘনের জবাব দিল ভারতীয় সেনা। সীমান্তে এল ও সি তে আখনুর সেক্টর এর বিপরীতে পাক সেনার ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। এই সাফল্যের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানি পতাকা উল্টোনো অবস্থায় রয়েছে। ধ্বংস হয়ে যাওয়া ওই পাক ঘাঁটিতে দেশের উল্টানো পতাকা আসলে এমার্জেন্সি সিচুয়েশনের বার্তা দেয়।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে ২৩ মার্চ রেকর্ড করা ভিডিওতে দেখা যাচ্ছে একটি পাকিস্তানি পতাকা উল্টো করে ঝোলানো হয়েছে। আখ নূর সেক্টরের মুখোমুখি শত্রুদের এই ঘাঁটি শনিবার ভারতীয় সেনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।
পুলওয়ামা ঘটনার পর থেকে লাগাতার সীমান্ত বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। এতে শহীদ হয়েছেন একাধিক ভারতীয় জওয়ানের ,মৃত্যু হয়েছে সীমান্তে বসবাস কারী একাধিক ভারতীয় নাগরিকের। এই এত কিছুর কড়া জবাব দিয়েছে শনিবার ভারত। এদিনের হামলায় অন্তত ১২ জন পাকসেনা জাওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর।
রিপাবলিক ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কাশ্মীরের সুন্দরবানী সেক্টরের সীমান্তের ওপারে পাকিস্তানের আর্মি ব্রিগেডের হেডকোয়ার্টারে ১২ টি কফিন নিয়ে যেতে দেখা যায়। দুটি পাকিস্তানি mi-17 হেলিকপ্টারে ওই কফিন গুলি নিয়ে যাওয়া হয়েছে। মৃত পাকসেনার দেহ হেলিকপ্টারে করে রাওলপিন্ডিতে পাঠানো হয়েছে বলে খবর।
ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর পাকিস্তানের দুই সেনা আধিকারিক ও ১০ জনের মৃত্যু হয়েছে ভারতের হামলায়। আরো ২২ জন পাকসেনা গুরুতর আহত।
বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালানোর জবাব দিয়ে ভারতীয় সেনা বদলা নেয়। দু’পক্ষের সংঘর্ষে রবিবার সকালেশহীদ হন এক ভারতীয় জওয়ানও।