বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বাংলা ভাষার বৃহত্তম কবিতা পার্বণ কবিতা উৎসব ২০২০। ওইদিন বিকেল সাড়ে পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট চিত্রশিল্পী তথা সাংসদ যোগেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তথ্য ও সংস্কৃতি বিভাগের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন, পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি সুবোধ সরকার-সহ আরও অনেকে।
৮ মার্চ পর্যন্ত রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, বাংলা আকাদেমি সভাগৃহ, অবনীন্দ্র সভাঘর, চারুকলা পর্ষদ প্রাঙ্গণ, একতারা মুক্তমঞ্চ, গগনেন্দ্র শিল্পপ্রদর্শনশালায় এই উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের কবিতা আকাদেমি। ২০১৭ সালে নন্দন চত্বরে পায়রা উড়িয়ে পদযাত্রার মধ্যে দিয়ে কবিতা উৎসবের সূচনা হয়েছিল। সেবার রবীন্দ্রসদনে প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এরপর থেকে প্রতিবারই পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি কবিতা উৎসবের আয়োজন করে।
প্রতিবাররের মতো এবারও থাকছে কবিতাপাঠ ও কবিতা বিষয়ক নানা আলোচনা। কলকাতার পাশাপাশি বহু জেলা থেকে অংশ নেবেন একাধিক কবি। কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে কয়েকজন কবিকে। কবিতা উৎসব উপলক্ষে সেজে উঠতে শুরু করেছে নন্দন চত্বর। কবি ছাড়াও এই উৎসবে অংশ নেবেন একাধিক আবৃত্তিশিল্পী।
বছরের বিভিন্ন সময় কবিতা আকাদেমির পক্ষ থেকে কবিতা বিষয়ক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে চারদিনব্যাপী এই কবিতা উৎসবের দিকে আলাদা নজর থাকে অনেকের। কবিতা আকাদেমির সভাপতি কবি সুবোধ সরকারের এবারের কবিতা উৎসব নিয়ে আশাবাদী। তিনি মনে করেন বাংলার প্রবীন-নবীন কবিদের উজ্জ্বল উপস্থিতিতে সার্থক হয়ে উঠবে এবারের উৎসব।