“দিল্লির (Delhi) পাঁচ জায়গায় লাগাতার অশান্তির পিছনে রয়েছে পেশাদার মানুষেরা | যারা পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কেছে এই গোষ্ঠী সংঘর্ষ বাঁধাতে | সিএএ (CAA) বা এনআরসিকে (NRC) সামনে রেখে এই সংঘর্ষ বাঁধানো হয়েছে পরিকল্পনামাফিক | ” বিস্ফোরক এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস (Mukhtar Abbas) নাকভি | সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর এই মন্তব্যের পর নয়া মোড় নিল দিল্লির গোষ্ঠী সংঘর্ষ পরবর্তী সময়ে |
শনিবার থেকে খানিকটা স্বাভাবিকের পথে উত্তর ও পূর্ব দিল্লি (Delhi)| কিন্তু হিংসার আগুন ও উস্কানি মূলক মন্তব্যের বিরাম নেই সোশ্যাল মিডিয়ায় | এরই মাঝে নাকভির বক্তব্য, ” এই হিংসাকে বাড়তে দেওয়া হয়েছে | তার মধ্যে জড়িয়ে রয়েছে বিরোধী দলের কিছু রাজনৈতিক নেতাও |
তাঁর মতে, কে্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন একাধিকবার বলেছেন সিএএ (CAA) -র সঙ্গে এদেশের সংখ্যালঘু মানুষেরা কোনভাবেই যুক্ত নন,তারপরেও টানা এতদিন অবস্থান ও সেই আন্দোলনের আগুন ছড়ানোর জন্য পিছনে কোন পেশাদার মাথা রয়েছে |”
অন্যদিকে অঙ্কিত শর্মার (Ankit Sarma) হত্যার পিছনে মূল চক্রী সন্দেহে অভিযুক্ত বহিষ্কৃত তাহির হুসেনের শনিবার অবধি কোন খোঁজ মেলেনি | খোঁজ মেলেনি রাস্তায় গুলি ছুঁড়তে দেখা শাহরুখ খানকেও (Shah Rukh Khan)| দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে কমিশনার বদল হলেও এখনও অধরা মূল অভিযু্ক্তরা| বিস্ফোরক মন্তব্যের পাশাপাশি এদেশের সংখ্যালঘুদের আবারও একবার আশ্বস্ত করেন মন্ত্রী | বলেন, সিএএ (CAA) নিয়ে অহেতুক দুশ্চিন্তার একেবারেই অমূলক |