পার্ক দখল করে অনুষ্ঠানকে কেন্দ্র করে দুদলের মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত ইস্পাতনগরী (Ispathnogori)। সংঘর্ষে জড়িত দুইদলই নাকি দুটি বিরোধী রাজনৈতিক দলের সদস্য। এই সংঘর্ষে পুলিশ কার্যত ঠুঁটো জগন্নাথ বলে অভিযোগ। দুর্গাপুর ইস্পাত কলোনীর কুমারমঙ্গলম পার্কে (Kumaramangalam Park) আজ সকালে ধুন্ধুমার কান্ড। অশান্তির মূল হোতা পুরপিতা রাজীব ঘোষের (Rajiv Ghosh) নেতৃত্বে একদল যুবক বলে অভিযোগ। ব্যাপক মারধোর করা হয় লিজ নেওয়া কুমারমঙ্গলম পার্কের (Kumaramangalam Park) কর্নধার দেবাশীষ রায়কে । তিন রাউন্ড গুলিও নাকি চলে বলে অভিযোগ ।
পার্কের ভেতর দেবাশীষ রায়ের একটি রেস্তোরাঁ ভেঙ্গে চুরমার করে দেওয়ারও অভিযোগ উঠেছে । এমনকি রেস্তোরাঁর ভেতরে থাকা সিসিটিভি , ল্যাপটপ , কম্পিউটার ও ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় । ঘটনাস্থলে বর্তমানে উপস্থিত দুর্গাপুর থানার পুলিশ সহ কমব্যাট ফোর্স (Combat Force)। ঘটনার সুত্রপাত পার্কের ভেতর একটি অনুষ্ঠান করাকে ঘিরে। দুর্গাপুর ইস্পাত কলোনীর এই পার্কটি লিজ নিয়েছে এক্সল্ট সার্ভিসেস লিমিটেড নামে একটি সংস্থা ।
সংস্থার সঙ্গে আইনী লড়াই চলছে ইস্পাত কতৃপক্ষর । দেবাশীষ রায় যিনি এক্সল্ট সার্ভিসেস লিমিটেডের কর্নধার তিনি রাজনৈতিকভাবে বিজেপির (BJP) সঙ্গেও যুক্ত বলে দাবী করেছেন। এক্সল্টের থেকে সাব লিজ নিয়ে ডলফিন নামের একটি সংস্থা ওই পার্কেই একটি স্ন্যাক্স কাউন্টার চালায় ।
আগামী ২৩শে ফেব্রুয়ারী ডলফিন সংস্থা একটি অনুষ্ঠানের উদ্যোগ করে , যেখানে রাজ্য সরকারের মন্ত্রী শশী পাঁজা , শান্তিরাম মাহাত , তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারী (Jitendra Tiwari) সহ শীর্ষ স্থানীয় তৃণমূলের নেতৃত্বের উপস্থিত থাকার কথা । যেহেতু এই মুহুর্তে দুর্গাপুর (Durgapur) ইস্পাতের সঙ্গে এক্সল্ট সার্ভিসের আইনী লড়াই চলছে , তাই এই অনুষ্ঠানের অনুমতি দেয়নি এক্সল্ট ।
পুলিশকেও আগাম জানানো ছিল বলে দাবি দেবাশীষবাবুর । এরপরই আজ সকালে এই হামলা । ঘটনায় দেবাশীষ রায় সহ আহত ৩ থেকে ৪ জন । পার্কের এক কর্মী অতুল বাগদীর অভিযোগ যে শেখর নামের এক তৃণমূল কর্মী তিন রাউন্ড গুলি চালায় ও প্রায় শখানেক ছেলে এসে মারধোর সহ ভাঙ্গচুর চালায় । ১০ নং ওয়ার্ডের কাউনসিলর রাজীব ঘোষের (Rajiv Ghosh) নেতৃত্বেই এই হামলা বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর । পুলিশের সামনেই নাকি হামলাকারীরা তান্ডব চালায় বলে অভিযোগ । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইস্পাত কলোনীতে ।