লোকসভাতে বাংলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় যখন প্রশ্ন তুলছেন এরাজ্যে হিন্দু ধর্মের নানা উপাচার করতে বাধা দেওয়া নিয়ে, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক বাংলার সাংসদ লিখিত অভিযোগ তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে | এদিন রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের বিজেপি সাংসদ |
যে অভিযোগপত্র তুলে দেওয়া হয়,তাতে বাংলা বিজেপির পরিষ্কার অভিযোগ রাজ্যে আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে বিপর্যস্ত | অবশ্য কেন এই কথা বলছেন তারা তার ব্যাখ্যাও দিয়েছেন সবিস্তারে | প্রথমত বিজেপি প্রতিনিধিদের বক্তব্য রাজ্যের রাজনীতিতে শাসক আর গণতন্ত্রে বিশ্বাস করে না | তা বিগত যত নির্বাচন হয়েছে তা দেখলেই বোঝা যাবে| সেখানে হাজারের বেশি বিজপি কর্মী বিগত দিনে খুন হয়েছে | সবই হয়েছে শাসকদের মদতে | ধর্মীয় পুজো বাধা প্রাপ্ত হওয়ার প্রমাণ দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে | দুর্গোপুজোয় বাধা দেওয়া ও আদালতের হস্তক্ষেপের কথা উল্লেখ ও স্বরস্বতী পুজোতে বাধা দেওয়ার কথাও বলা হয় সেখানে |
চিঠিতে তুলে ধরা হয় রাজ্যপালের জনসমক্ষে অবমাননা ও হেনস্থার কথাও | পুলিশের নির্বাক দর্শকের ভূমিকায় প্রশ্ন তোলেন বিজেপি সাংসদেরা | তুলে ধরা হয় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মহিলাদের উপর শাসকনেতার অত্যাচারের কাহিনী সহ একাধিক এমন ঘটনার কথাও| এই সমস্ত তুলে ধরে রাষ্ট্রপতিরা কাছে বিহিত প্রার্থনা করেন বিজেপি সাংসদেরা |