কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে (Shyamaprasad Mukherji) পথিকৃৎ হিসেবে মনে করেন। সেই লক্ষ্যেই এদিন নরেন্দ্র মোদি কলকাতা পোর্টের নাম তার নামানুসারে করেন।
এদিন নামকরণের ঘোষণার সময় আরও একটি বিষয়ে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। শ্যামাপ্রসাদ ছিলেন ‘এক দেশ এক আইনে’র প্রবক্তা। এদিন কলকাতা পোর্টের নতুন নামকরণের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী জানান, ‘এক রাষ্ট্র এক আইনে’র পক্ষে ছিলেন শ্যামাপ্রসাদ। তাঁর মতো ব্যক্তিত্বের নাম কলকাতা কোর্টের নামকরণ করে ভালো লাগছে। সঙ্গে বুঝিয়ে দিলেন তার সরকারের আগামী লক্ষ্য অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা।