বিশ্বকাপ ফাইনাল: শেফালি, দীপ্তির অর্ধশতরান, রিচার ঝোড়ো ইনিংস, ভারতের ২৯৮ রান তাড়া করতে নামল দক্ষিণ আফ্রিকা

ভারত ২৯৮-৭

শেষ দুই ওভারে একেবারেই ভাল খেলতে পারল না ভারত। যেখানে চার-ছয় মারার কথা, সেখানে এক-দু’রানের উপরেই ভরসা করতে হল। ফলে তিনশো যেখানে হেসেখেলে উঠে যাবে মনে হচ্ছিল, সেখানে ২৯৮ রানেই আটকে গেল ভারত। এ বার দায়িত্ব বোলারদের উপর।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২০:১৯ key status

রিচা আউট

চালিয়ে খেলতে গিয়ে আউট হলেন রিচা। খাকার বলে ক্যাচ ধরলেন ডার্কসেন। ৩৪ করলেন রিচা।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২০:১৪ key status

আবার ক্যাচ ফেলল দক্ষিণ আফ্রিকা

এই নিয়ে তিনটি ক্যাচ ফেলল দক্ষিণ আফ্রিকা। এ বার পড়ল রিচার ক্যাচ। তবে মাটি ঘেঁষা শটে ভাল ফিল্ডিং করছে তারা। অন্তত নিশ্চিত চারটি চার বাঁচিয়েছে।

ভারত ২৮৬-৫।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২০:১৩ key status

দীপ্তির অর্ধশতরান

প্রতি বলে রান করছেন দীপ্তি। অর্ধশতরান করে ফেললেন তিনি। জুটি হচ্ছে ষষ্ঠ উইকেটে।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৯:৫৫ key status

আমনজ্যোৎ আউট

ডি ক্লার্কের বলে সোজা মেরেছিলেন আমনজ্যোৎ। এক হাতে ক্যাচ নিলেন ডি ক্লার্ক। ভারত ২৫২-৫।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৯:৩৬ key status

হরমনপ্রীত আউট

খারাপ একটি শট খেলে আউট হলেন হরমনপ্রীত। কোনও দরকারই ছিল এই সময় এই শট খেলার। ব্যাট ঘুরিয়ে অদ্ভুত ভাবে একটি শট খেলতে গেলেন। এমলাবার বল এসে উইকেট ভেঙে দিল। ২০ রানে ফিরলেন হরমনপ্রীত।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৯:৩১ key status

গ্যালারিতে রোহিত

মেয়েদের বিশ্বকাপ ফাইনাল দেখতে এসেছেন রোহিত। গ্যালারিতে জয় শাহের পাশে বসে খেলা দেখছেন তিনি। 

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং জয় শাহ।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৯:২৫ key status

রিভিউয়ে বাঁচলেন দীপ্তি

ডি ক্লার্কের বল লেগেছিল দীপ্তির পায়ে। আম্পায়ার আউট দিয়েছিলেন। তবে রিভিউ নিয়ে বেঁচে গেলেন দীপ্তি।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৯:০৫ key status

রানের গতি কমছে

দীপ্তি ছয় মারলেন। তবে সামগ্রিক ভাবে রান তোলার গতি বেশ খানিকটা কমে গিয়েছে। ক্রিজ়‌ে দুই নতুন ব্যাটার একটু ধরে খেলার চেষ্টা করছেন।

ভারত ১৮১-৩।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৮:৫৫ key status

জেমাইমা আউট

সেমিফাইনালের নায়ক জেমাইমা খুব বেশি রান করতে পারলেন না ফাইনালে। খাকার বলে কভারে উলভার্টের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ২৪ রান করলেন।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৮:৪৬ key status

আউট শেফালি

পায়ের পেশিতে টান ধরায় এমনিতেই খেলতে পারছিলেন না। বড় শট খেলার চেষ্টা করছিলেন। তা করতে গিয়েই ৮৭ রানে আউট হলেন শেফালি। খাকার বলে ক্যাচ দিলেন লুসের হাতে।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৮:৩২ key status

পেশির টান ধরল শেফালির

বাঁ পায়ের পেশিতে টান ধরেছে শেফালির। আম্পায়ারের সঙ্গে কথা বলছেন তিনি। মুম্বইয়ের গরম হয়তো সামলাতে পারছেন না ওপেনার। তবে মাঠ ছেড়ে উঠলেন না  তিনি।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৮:২০ key status

ক্যাচ পড়ল শেফালির

৫৬ রানের মাথায় ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলেছিলেন শেফালি। বাউন্ডারিতে ঠিক জায়গায় ছিলেন আনিকা বশ। সহজ ক্যাচ ছাড়লেন তিনি। জীবন পেলেন শেফালি। 

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৮:১৩ key status

অর্ধশতরান শেফালি বর্মার

মন্ধানা সুযোগ হারালেও অর্ধশতরান করলেন শেফালি বর্মা। ৪৯ বলে ৫০ পূর্ণ করলেন তিনি। 

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৮:১১ key status

আউট স্মৃতি মন্ধানা

অর্ধশতরান করতে পারলেন না স্মৃতি মন্ধানা। ক্লোয়ি ট্রিয়নের বলে ৪৫ রান করে আউট হলেন তিনি। ১০৪ রানে প্রথম উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৮:০৯ key status

১০০ পার ভারতের

১৭.২ ওভারে ১০০ রান পার ভারতের। দলকে ভাল শুরু দিয়েছেন দুই ওপেনিং ব্যাটার। 

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৭:৫৯ key status

শেফালির দাপট

ফাইনালের প্রথম ছয় তাঁর ব্যাট থেকে। ডি ক্লার্ক সোজা ছয় মারলেন। পড়ল সাইটস্ক্রিনের সামনে। আটকানো যাচ্ছে না এই ওপেনারকে। স্টেডিয়ামে শেফালির নাম ধরে চিৎকার শোনা যাচ্ছে।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৭:৪৫ key status

ভারতের রানের গতিবেগ ভাল

পাওয়ার প্লে-তে এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করল ভারত। ৬৪ তুলল তারা। প্রথম সাত ওভারে ছ’টি চার মেরেছে ভারত। ৫০ রানের জুটি হয়ে গিয়েছে সপ্তম ওভারের মধ্যেই। ১০ ওভার শেষ হওয়ার পর ছয়ের গড়ে রান করছে ভারত। অর্থাৎ ফাইনালে শুরুটা মোটেই খারাপ হয়নি।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৭:৩৮ key status

ফর্মে শেফালি

পড়ে পাওয়া সুযোগ ভালই কাজে লাগাচ্ছেন। সেমিফাইনালে মাত্র ১০ রানে আউট হলেও ফাইনালে প্রথম চার এসেছে তাঁর ব্যাট থেকেই। চালিয়ে খেলছেন এই ওপেনার।

timer শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৬:৫৬ key status

কাঁদছেন কাপ

হয়তো বিশ্বকাপে শেষ ম্যাচ খেলতে নামছেন মারিজ়ান কাপ। তাই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কেঁদে ফেললেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.