শীতের দাপট খানিকটা কমল মহানগরীতে| জাঁকিয়ে শীত উধাও! খানিকটা ঊর্ধ্বমুখী তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রার পারদ| একইসঙ্গে বৃষ্টির ভ্রুকৃটি রাজ্যে| আগামী ২৪ ঘন্টা রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বৃহস্পতিবার এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর|
বৃহস্পতিবার ভোর থেকেই আচমকা শীতের আমেজ উধাও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়| আংশিক মেঘলা ছিল আকাশ| গ্রাম বাংলায় আবার কুয়াশার দাপট ছিল| আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস| যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি| আচমকা তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় শীতের আমেজ উধাও হয়ে গিয়েছে|
শুক্রবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে| আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকছে| ফলে বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে| এই কারণেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হবে বিক্ষিপ্ত| কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে|
2020-01-09