প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন সংলগ্ন এসপিজি রিসেপশনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিল্লিতে। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে ৯ লোককল্যাণ মার্গে এসপিজি রিসেপশন এলাকায় আগুন লাগে।
প্রথমে খবর পাওয়া যায়, ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লেগেছে। কিন্তু পরে জানা যায় ওই খবর ভুল। প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়, ‘হালকা আগুন লেগেছিল ৯ লোককল্যাণ মার্গে। মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ড হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন সুরক্ষিত রয়েছে।’ আসলে এসপিজি রিসেপশনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই দমকলের ৯টি ইঞ্জিন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে। মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।