ভারতের বিরোধী দলের নেতারা যখন এয়ার স্ট্রাইক নিয়ে এখনো প্রশ্ন তুলছে, তখন পাকিস্তানের নেতা জানাচ্ছে যে, ইমরান খান ভারতের এয়ার স্ট্রাইকের পর আতঙ্কিত হয়ে জঙ্গিদের সেফ হাউসে নিয়ে যাচ্ছে। ইসলামাবাদে মিডিয়ার সামনে এসে পিপিপি নেতা বিলাবল ভুট্টো জরদারি বলেন, ‘পাকিস্তানের ইমরান খান সরকার নিজের স্বার্থের জন্য জঙ্গিদের ব্যাবহার করছে। পাকিস্তানের মাটিতে চলা জঙ্গি গতিবিধির খবর ভারত পেয়ে গেছে। আর ভারত যখন তখন বালাকোটের মত এয়ার স্ট্রাইক করে পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটি গুলো আবার ধ্বংস করে দিতে পারে।”
বিলাবল নিজের পিতা আসিফ আলী জরদারির সাথে মিডিয়ার সামনে এসে বলেন, ইমরান সরকার গোটা বিশ্বকে বোকা বানানোর জন্য জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঢোল পিটাচ্ছে, কিন্তু আসল সত্যি হল জঙ্গিদের ভারতের হাত থেকে বাঁচানোর জন্য সেফ কাস্টডিতে রাখা হচ্ছে। বিলাবল ইমরান খানের উপর সোজাসুজি অভিযোগ এনে বলেন, ইমরান জঙ্গিদের ব্যাবহার করে নির্বাচন জিতেছে, আর এখন তাঁদের বাঁচিয়ে ঋণ পরিশোধ করছে।
বৃহস্পতিবার আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বয়ান জারি করে বলেছেন, ‘ এবার ভারতে যদি কোন জঙ্গি হামলা হয়, তাহলে পাকিস্তানকে বড় সমস্যার সন্মুখিন হতে হবে।” ভারত সমেত কিছু দেশের গোয়েন্দা বিভাগের কাছে গোপন তথ্য এসেছে যে, পাকিস্তানের মাটিতে চলা জঙ্গি সংগঠন গুলো নাম বদলে ভারতে বড়সড় হামলার ছক কষছে। আর সেই জঙ্গি সংগঠন গুলোকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রশিক্ষণ দিচ্ছে।
আর এরকম সময়ে আমেরিকার রাষ্ট্রপতির হুঁশিয়ারি এবং পাকিস্তানের নেতা বিলাবল ভুট্টোর বয়ান ভারতের নিরাপত্তা বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ।