উত্তর প্রদেশ সরকার এবারে বৃহন্নলাদের জন্য চালু করতে চলেছে এক নয়া পৃথক বিশ্ববিদ্যালয়। এই ধরনের উদ্যোগ দেশের মধ্যে প্রথম। আর এই নয়া বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নিয়ে নজির স্থাপন করার পথে যোগী সরকার।
অখিল ভারতীয় কিন্নর শিক্ষা সেবা ট্রাস্টের সভাপতি জানিয়েছেন, উত্তরপ্রদেশের খুশীনগরে তৈরি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। দেশের মধ্যে এই সম্প্রদায়ের মানুষকে বারবার বিভিন্ন ধরনের কটাক্ষের মুখে পড়তে হয় আজও। কোনরকম সুযোগ সুবিধাও তারা সেভাবে পান না।
এই নয়া পদক্ষেপের ফলে সাধারণের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে বৃহন্নলা সম্প্রদায়ের পড়ুয়ারা ক্লাস ১ থেকে গবেষণা পর্যন্ত করতে পারবেন।
যদিও এর আগে চণ্ডীগড় এই সম্প্রদায়ের মানুষের জন্য এক নয়া নজির স্থাপন করেছিল। জানিয়েছিল তৃতীয় লিঙ্গের মানুষজন নামের আগে এমএক্স লিখতে পারবেন। যার ফলে মিস্টার বা মিসেসের পাশাপাশি সম অধিকারের সঙ্গে এমএক্স লেখা যাবে।
যদিও এই সুবিধা দেওয়ার জন্য বৃহন্নলা সম্প্রদায়ের তরফ থেকে আবেদন করা হয়েছিল। আর এই নয়া পদক্ষেপ নেওয়াতে খুশি সাধারণ মানুষজন।