জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করার কয়েক মাসের মধ্যেই জানা গেল, তাকে আর বিতর্কিত অঞ্চল বলে মনে করছে না রাষ্ট্রপুঞ্জ। পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, রাষ্ট্রপুঞ্জ কাশ্মীর নিয়ে হস্তক্ষেপ করুক। কিন্তু সম্প্রতি যেভাবে কাশ্মীরকে কার্যত বিতর্কিত এলাকা নয় বলে ঘোষণা করা হয়েছে, তাতে বড় ধাক্কা খেয়েছে ইসলামাবাদ।
বিশ্বের যে এলাকাগুলি নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বিরোধ চলছে, তার তালিকা আছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে।
দীর্ঘদিন যাবৎ জম্মু-কাশ্মীর সেই তালিকায় ছিল। কিন্তু সম্প্রতি পাকিস্তান লক্ষ করেছে, কাশ্মীরের নাম বাদ গিয়েছে সেই তালিকা থেকে। এরপরে তারা রাষ্ট্রপুঞ্জে প্রতিবাদ জানিয়েছে।
রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের প্রতিনিধি আমজাদ হুসেইন বি সিয়াল বলেন, “দীর্ঘদিন যাবৎ বিতর্কিত হয়ে থাকা এলাকাগুলির তালিকায় আর কাশ্মীরের নাম নেই”। তাঁর ধারণা, “ভুলবশত কাশ্মীরের নাম ওই তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে।”
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে তিনি এই বক্তব্য পেশ করেন। এই অধিবেশন ডেকেছিল ব্রিটেন। তারা চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে।