আজ NIA কোর্ট স্বামী অসীমানন্দকে রেহাই দিয়েছে। তৎকালীন কংগ্রেস সরকার উনার বিরুদ্ধে সমঝোতা এক্সপ্রেস বোমব্লাস্টের অভিযোগ উঠিয়েছিল। বলা হয় এই মামলা সোনিয়া গান্ধীর ইশারায় করা হয়েছিল। যেখানে পি চিদাম্বরম, দিগ্বিজয় সিং এর মতো কংগ্রেস নেতারাও জড়িত ছিলেন বলে দাবি করা হয়। ২০০৭ সালে সমঝোতা এক্সপ্রেসে ব্লাস্ট করেছিল আতঙ্কবাদীরা। সেই সময় আসল আতঙ্কবাদীদের ছেড়ে দিয়ে হিন্দুদের বদনাম করার জন্য হিন্দু আতঙ্কবাদের জন্ম দেয় কংগ্রেস। হিন্দুদের আতঙ্কবাদ তৈরি করার খেলা সেই সময় অতি পরিকল্পনার সহিত চালু হয়ে যায়।
সোনিয়া গান্ধীর ইশারায় চলা সরকার হিন্দুত্বের বদনাম করার জন্য অসীমানন্দকে গ্রেপ্তার করেছিল। বছরের পর বছর ধরে এই হিন্দু সন্তকে নিপীড়িত করা হয়।বছরের পর বছর ধরে আইনি তদন্তের পর আজ এটা স্পষ্ট যে স্বামী অসীমানন্দ এর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ আদালত স্বামী অসীমানন্দকে খালাস করেছে। যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে।
হিন্দুদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল তা আজ প্রমান হয়েছে বলে অনেকের দাবি। আতঙ্কবাদীদের বাঁচিয়ে হিন্দুদের ফাঁসানোর যে খেলা শুরু হয়েছিল তা এখন সকলের সামনে প্রকট হয়েছে। তুকালাম ওমলে যদি নিজের প্রাণ দিয়ে কাসাবকে না ধরতো তাহলে কংগ্রেসি নেতা দিগ্বিজয় সিং ২৬/১১ হামলাকে RSS এর ষড়যন্ত্র বলে প্রচারিত করে দিতেন।এর জন্য একটা বইও লিখে ফেলেছিলেন দিগ্বিজয় সিং। সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিতের মতো আরো অনেক নাম আছে যারা সোনিয়া গান্ধীর শিকার হয়েছিলেন বলে দাবি করা হয়।