1) যে দিন আপনি ভারতে এসেছেন, সেইদিন থেকেই আপনি ভারতের নাগরিকত্ব লাভ করবেন, আপনার কোনো বৈধ কাগজ থাকুক বা না থাকুক, ঐ প্রবেশের দিন থেকেই আপনি ভারতের নাগরিক। আপনাকে শুধু প্রবেশের কথা লিখিতভাবে ঘোষণা করতে হবে।
2) যাদের নাগরিকত্ব নেই, কিন্তু বাড়ি, গাড়ি বা চাকরি করছেন, এবং কোনো কোনো দল ভয় দেখাচ্ছে যে এখন পুলিশ ধরে নিয়ে যাবে আপনার নাগরিকত্ব নেই বলে,আপনি “অবৈধ অনুপ্রবেশকারী” বলে, তাদের ভয় পাওয়ার দরকার নেই। আপনি প্রবেশের দিন ঘোষণার সাথে সাথেই ভারতের নাগরিক হয়ে যাবেন, এবং আপনাকে কেউ ” অবৈধ অনুপ্রবেশকারী ” আইনে গ্রেফতার বা অত্যাচার করতে পারবে না
● কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশভাগ না করলে আজ CAB এর প্রয়োজন হত না।
● অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব পেতে রেশন কার্ডের কোনও দরকার নেই। যেদিন থেকে ভারতে এসেছেন সেদিন থেকে ভারতের নাগরিকত্ব পাবেন।
● নাগরিকত্বের আবেদন করার পর যদি কারও বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের হয় তাহলে নাগরিকত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ওপর থেকে যাবতীয় অভিযোগ নিজে থেকেই প্রত্যাহার হয়ে যাবে। নাগরিকত্ব পাওয়ার পর কারও বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত কোনও মামলা চালানো যাবে না।
স্মরণীয় নাগরিকত্ব সংশোধনী আইনে –
১) আসাম NRC বাতিল।
২) বৈধ কাগজপত্র ছাড়া যেসব শরণার্থীরা ভারতে এসেছেন অথবা সময়সীমা অতিক্রম করে যাওয়ার ভারতে থেকে গেছেন, তারাও নাগরিকত্বের জন্যে বিবেচিত হবেন।
৩) ডিটেনশন ক্যাম্পে আর কোন অবৈধ শরণার্থী থাকবেননা কারণ কোন শরণার্থীই আর ‘অবৈধ শরণার্থী’ হবেন না। যারা থাকবেন, তারা হয় শরণার্থী নয় অনুপ্রবেশকারী।
৪) ষষ্ঠ তপশীলের অন্তর্গত আসাম, মেঘালয়, মিজোরাম আর ত্রিপুরার উপজাতি অঞ্চলগুলি এবং বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশনে(১৮৭৩) নথিভুক্ত ‘ইনার লাইন’ অঞ্চলে এই বিল প্রযোজ্য হবেনা।
৫) বিলের ৫ নং ক্লজ, ১৮ নং ধারার ২ নং উপধারা তে একটা নতুন সংশোধনী যোগ করছে যার ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের উপযুক্ত পরিবেশ, বিধিনিষেধ এবং সার্টিফিকেট প্রদান পদ্ধতি নির্দিষ্ট করার অধিকার সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের কাছে অর্পণ করা হয়েছে।
CAB will not only ensure citizenship for Hindu migrants without valid documents but also make way for release of migrants from detention centers as once it is enacted, there will be no illegal migrant. People, coming across the border, will be either migrants or infiltrators. Assam NRC will stand cancelled and new amendment has been suggested that empower Union govt to determine conditions, restrictions & manner of granting certificate of registration or certificate of naturalisation. This is a welcome move as narrow state interests won’t be pivotal.
একনজরে CAB
●এই আইনে নাগরিকত্বের সুবিধা নেবার জন্য
নিজেদের শরনার্থী বলে ঘোষনা করতে হবেনা। যারা ইতিমধ্যেই ভারতবর্ষে ছয় বছরের বেশী আছেন এবং ৩১শে ডিসেম্বর ২০১৪-এর পূর্বে এসেছেন এবং শেষ এক বছর ভারতবর্ষেই আছেন তারা প্রত্যেকেই এই আইনের সুবিধা পাবেন।
●ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে দেশ ছাড়ার কোন প্রমান চাওয়া হবেনা।শুধুমাত্র ফর্মে একটি ঘোষনার কলাম থাকবে, সেখানে উল্লেখ করতে হবে।
● পঞ্চায়েতের সার্টিফিকেট, আধার কার্ড, পোস্ট আফিসের খাতা, ইলেক্ট্রিক বা ফোন বিল, ব্যাংকের পাশ বই বা অফিসের রেকর্ড সবই প্রমান বলে গণ্য হবে। যদি এসবের কিছু নাও থাকে তাহলে দুই জন পরিচিত যারা ইতিমধ্যেই ভারতবর্ষের বৈধ নাগরিক তারা আপনার ছয় বছর বসবাসের কথা ফর্মে লিখে দিলেও হবে।
● এই বিল পাশ হলে আসামের বাঙালিরা এই আইনের সুবিধা পাবেন, কারন এবারে মূল নাগরিকত্ব আইনটিই সংশোধন করা হচ্ছে এই সংশোধনীর মাধ্যমে।
● অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব পাবার জন্য রেশন কার্ডের দরকার নেই। যেদিন থেকে ভারতে এসেছেন সেদিন থেকে ভারতের নাগরিকত্ব পাবেন বাই ডিফল্ট।
● নাগরিকত্বের আবেদন করার পর যদি কারও বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের থাকে! তাও, নাগরিকত্ব পাওয়ার পর কারও বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত কোনও মামলা চালানো যাবে না। নাগরিকত্ব পাবার সাথে সাথে সেটি বাতিল হবে।