টেস্ট ম্যাচের পঞ্চম দিন ছিল মহেন্দ্র সিংহ ধোনির কাছে সবচেয়ে বিরক্তির। বিশেষ করে যে ম্যাচে ফলাফল হওয়ার সম্ভাবনা থাকত না, সেই ম্যাচের পঞ্চম দিন শেষ হওয়ার অপেক্ষায় থাকতেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টেস্ট ক্রিকেট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন ভারতকে দু’টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক। ধোনি বলেছেন, ‘‘আমার কাছে টেস্ট ম্যাচের পঞ্চম বা শেষ দিন ছিল সবচেয়ে বিরক্তিকর। বিশেষ করে যে ম্যাচে ফলাফল হওয়ার কোনও সম্ভাবনা থাকত না। তাও প্রায় সারা দিন উইকেট রক্ষা করতে হত। কখনও ৬০ দুই সেশন, আবার কখনও সেশন তারও বেশি। এটা খুব ক্লান্তিকর লাগত।’’
টেস্টের ফলাফল হওয়ার সম্ভাবনা থাকলে অবশ্য লড়াই উপভোগ করতেন ধোনি। তিনি বলেছেন, ‘‘যে ম্যাচে ফলাফলের সম্ভাবনা থাকত, সেগুলো আলাদা। তখন একটা অন্যরকম ব্যাপার থাকত। হয় বোলারেরা দ্রুত উইকেট নেওয়ার চেষ্টা করত। না হলে ব্যাটারেরা রান তোলার চেষ্টা করত। সে রকম পরিস্থিতিতে একটা উত্তেজনা থাকে। কিন্ত তেমন সম্ভাবনা না থাকলে মনে হত, কত ক্ষণে যে ম্যাচটা শেষ হবে।’’
এখন টেস্ট ক্রিকেটে ফলাফল আগের থেকে হওয়ায় খুশি ধোনি। তাঁর মতে ক্রিকেট প্রেমীরাও ড্র দেখতে পছন্দ করেন না। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘টেস্ট ক্রিকেটে একটা বড় পরিবর্তন হয়েছে। এটা আমার ভালই লাগে। মনে করুন যে ক্রিকেট সম্পর্কে তেমন জানেন না, তার তো ভালই লাগবে না। পাঁচ দিন ধরে খেলা। প্রতি দিন সকাল সাড়ে ৯টায় শুরু আর বিকাল সাড়ে ৪টে পর্যন্ত খেলা। কখনও কখনও বিকাল ৫টা পর্যন্তও খেলা চলে। তার পরেও ফলাফল না হলে কী করে তার ভাল লাগবে? খেলাটার স্বার্থেই ফলাফল হওয়া দরকার। এখন বেশি সংখ্যক টেস্টে ফলাফল হওয়ায় আমার তো ভালই লাগে।’’ টেস্টে ভারতীয় দলের আগ্রাসী ক্রিকেটও পছন্দ প্রাক্তন অধিনায়কের।