মেদিনীপুর স্টেশনে আরপিএফ লেডি কনস্টেবলের তৎপরতায় সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন বছর ২২- এর এক তরুণী। শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে খড়্গপুর ডিভিশনের অধীন মেদিনীপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্মে। ওই লেডি কনস্টেবলের নাম কাঞ্চন কুমারী।
প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক এক সপ্তাহ আগে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মেদিনীপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্মেই আরপিএফের লেডি কনস্টেবল এস বিশ্বাসের তৎপরতায় প্রাণ রক্ষা হয়েছিল এক বৃদ্ধা যাত্রীর। বিকেল ৪টে ১০ মিনিটে মেদিনীপুর-হাওড়া লোকাল ১নং প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে প্রায় লাইনের তলায় চলে যাচ্ছিলেন এক বৃদ্ধা। বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে তাঁকে রক্ষা করেছিলেন রেল সুরক্ষা বাহিনীর লেডি কনস্টেবল এস বিশ্বাস। এবারও, ঘটনাস্থল সেই মেদনীপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্মই। এবারও ঘটনাটি ঘটে মেদিনীপুর-হাওড়া ডাউন লোকাল ট্রেনকে কেন্দ্র করেই।
তবে, গত শুক্রবার ঘটনাটি ঘটেছিল বিকেলে। এদিন সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। মেদিনীপুর স্টেশন সূত্রের তথা আরপিএফ সূত্রে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, এদিন সকাল ১১টা নাগাদ ৩৮৮১৪ মেদিনীপুর-হাওড়া লোকাল মেদিনীপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় ওই তরুণী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং তাঁর শরীরের প্রায় অর্ধেক অংশ চলন্ত ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানের অংশে ঢুকে যায়। দ্রুত কর্তব্যরত লেডি কনস্টেবল কাঞ্চন কুমারী এবং এক সিভিক ভলান্টিয়ার ছুটে আসেন। ওই লেডি কনস্টেবলই অবশ্য তরুণীকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে অর্থাৎ রেল লাইনের নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচান। লেডি কনস্টেবল কাঞ্চন কুমারীর তৎপরতায় ‘নতুন জীবন’ ফিরে পেয়ে কার্যত ‘বাকরুদ্ধ’ হয়ে যান ওই তরুণী। রেলওয়ে কর্তৃপক্ষের তরফে যাত্রীদের উদ্দেশ্যে আবারও বার্তা দেওয়া হয়েছে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা না করার জন্য।