নভেম্বরে মোট জিএসটি আয় ১,০৩,৪৯২ কোটি টাকা । রবিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জিএসটি চালু হওয়ার পর এটাই তৃতীয় সর্বোচ্চ মাসিক সংগ্রহ। অক্টোবরে জিএসটি বাবদ সরকারের আয় ছিল ৯৫,৩৮০ কোটি টাকা। এক বছর আগে ২০১৮ সালের নভেম্বরে এই খাতে আয় ছিল ৯৭,৬৩৭ কোটি টাকা। তার থেকে ৬ শতাংশ বেশি আয় হয়েছে এই নভেম্বরে।
চলতি বছরের এপ্রিল এবং মার্চ মাসে সর্বাধিক পরিমাণ জিএসটি আদায় হয়েছিল। তার পরে তৃতীয় স্থানেই রইল গত নভেম্বরের আয়।
অর্থ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, নভেম্বরের মোট জিএসটির মধ্যে সিজিএসটি রয়েছে ১৯.৫৫২ কোটি টাকা, এসজিএসটি ২৭,১৪৪ কোটি টাকা এবং আইজিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে ৪৯,০২৮ কোটি টাকা এবং সেস রেকর্ড করা হয়েছে ৭,৭২৭ কোটি টাকা।
সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে মন্দার কারণে জিএসটি আদায় বেশ কিছুটা কমে গিয়েছিল। কিন্তু নভেম্বরে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এই খাতে আয়। অক্টোবরে সংগৃহীত মোট জিএসটি রাজস্ব ছিল ৯৫,৩৮০ কোটি টাকা, যা গত বছরের থেকে ৫.৩ শতাংশ হ্রাস পেয়েছিল। অন্যদিকে, সেপ্টেম্বরের সংগ্রহ ছিল ৯১,৯১৬ কোটি টাকা, এটা ছিল গত ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে সর্বনিম্ন।