সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সেনার ঘেরাটোপে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার সরকারি বাসভবন ‘গণভবন’ ছাড়েন তিনি। দেশত্যাগের খবর প্রকাশ্যে আসার ঘণ্টাখানেকের মধ্যেই গণভবনে চড়াও হন কয়েক হাজার মানুষ। চলতে থাকে যথেচ্ছ লুটপাট। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, সময় যত গড়াচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে হিংসার খবর সামনে আসতে শুরু করেছে। নোয়াখালি, শ্রীপুর, বরিশাল, যশোর থেকে মৃত্যুর খবর সামনে আসেছে।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ০০:৫৫
অভিনেতা শান্ত খান এবং তাঁর বাবাকে পিটিয়ে হত্যা
বাংলাদেশের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার এলাকা ছেড়ে নাকি পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষের মুখে পড়েন তাঁরা। সেখান থেকে কোনও রকমে রক্ষা পেলেও বাগাড়া বাজারে এসে উত্তেজিত জনতার মুখোমুখি হন দু’জনে। সেখানেই গণপিটুনিতে নিহত হন সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান।
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ০০:৫২
আওয়ামী লীগের যুবনেতার বাড়িতে আগুন, চার জনের মৃত্যু
চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ায় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের আহ্বায়কের বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এই অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে।
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ০০:৪৮
যশোরে হোটেলে আগুন, মৃত ছয়
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারা হোটেলে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ওই সময় হোটেলের ভিতরে অনেকে আটকে পড়েন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে।
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ০০:৪৫
নোয়াখালিতে দুই পুলিশ-সহ নিহত পাঁচ
প্রথম আলো জানিয়েছে, নোয়াখালির সোনাইমুড়ি এবং চাটখিল থানায় আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। চাটখিল থানায় বিক্ষোভকারীরা ইটবৃষ্টি করেন। পুলিশ পাল্টা গুলি চালালে তিন জনের মৃত্যু হয়। এর পরেই উত্তেজিত জনতা থানায় আগুন ধরিয়ে দেন। নোয়াখালি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, চাটখিলে কোনও পুলিশ আহত হননি। তিনি আরও জানান, সোনাইমুড়িতে এক পুলিশ আধিকারিক এবং এক জন কনস্টেবলের মৃত্যু হয়েছে। অপর এক আধিকারিক গুরুতর আহত হয়েছেন।
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ০০:৩৭
বরিশালে নিহত তিন
বরিশালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয় সাদিক আবদুল্লাহের বাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। আগুন নেভানোর পর ওই বাড়ি থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ০০:৩৪
ঝিনাইদহে নিহত চার
‘প্রথম আলো’ জানিয়েছে, ঝিনাইদহে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পুড়ে মারা গিয়েছেন চেয়ারম্যান-সহ তিন জন। তাঁর চালককে পিটিয়ে মারার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে।