বৃহস্পতিবার রাতে এক নাগাড়ে প্রবল বর্ষণের জেরে মেদিনীপুর শহরের বড় নিকাশি নালা দ্বারিবাঁধ খালের কজওয়ের বেশ কিছুটা অংশ ভেঙ্গে যায়। শুক্রবার মেদিনীপুর পুরসভার পূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে পুরপ্রধান সৌমেন খান জানান, হঠাৎ প্রবল বর্ষণ হওয়ার কারণে জলের তোড়ে খালের কংক্রিটের বাঁধানো পাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত তা মেরামত করা হবে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, মাত্র ৮ মাস আগে ২৫ লক্ষ টাকা ব্যায়ে এটি নির্মাণ করা হয়েছে। কোনো রকম রড ছাড়াই ঢালাই করা হয়েছে। কাজের মান খারাপ, এর ফলে একদিনের বৃষ্টিতেই তা ভেঙ্গে পড়েছে।