গোটা দেশবাসী সানন্দে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছে। রবিবার মন কি বাতে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অযোধ্যায় মামলার প্রসঙ্গ উল্লেখ করে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শীর্ষ আদালতের রায় মেনে নেওয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদজ্ঞাপণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দেশের থেকে বড় আর কোনও কিছু নয়, তা ফের প্রমাণ করল ১৩০ কোটি ভারতবাসী। সহজ ও শান্তিপূর্ণ ভাবে এই রায় স্বীকার করে নিয়েছে জনগণ। এই রায় দান দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি মনে করিয়ে দেন গত মন কি বাতের ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টে মামলার রায়ের সময় দেশের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে আলোচনা হয়েছিল। এদিনের মন কি বাতে ৯ নম্ভেবরের রায় দানের পরে দেশে যা শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় ছিল, তা প্রশংসনীয়। দেশের শান্তি, একতা এবং সদভাবনার মূল্যবোধ যে সর্বোপরি তা প্রমাণ করেছে দেশবাসী। যে ভাবে সবাই ধৈর্য, সংযম, পরিপক্কতা পরিচয় দিয়েছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুপ্রিম কোর্টের রায়দানের পর দেশ নতুন উদ্যমে, উচ্ছাসে অগ্রগতির দিকে এগিয়ে যাবে। নতুন ভারত এই ভাবনাকে আদর্শ করে শান্তি, সদভাবনা, একতাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।
2019-11-25