পাকিস্তানকে জবাব দিতে প্রস্তুতি নিল ভারতের নৌ বাহিনী। সূত্রের খবর উত্তর আরব সাগর সীমানা বরাবর সমুদ্রে নামানো হয়েছে ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রমাদিত্যকে। একই সঙ্গে সমুদ্রে নামানো হয়েছে নিউক্লিয়ার সাবমেরিনও।
নৌবাহিনীর তরফ একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ১৪ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার ঘটনার প্রেক্ষিতে আবার একবার উত্তর আরব সাগরে তড়িঘড়ি যুদ্ধ সরঞ্জাম নামাতে বাধ্য হয়েছে নৌসেনা। ট্রপেক্স ১৯ থেকে সাতটি যুদ্ধ জাহাজ, বারোটি উপকূল রক্ষী বাহিনীর জাহাজ আপাতত আরব সাগরে নামিয়ে ফেলেছে ভারত।
অন্যদিকে কাশ্মীর সীমান্তে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। আজও শহীদ হয়েছে এক ভারতীয় জওয়ান।
পুলওয়ামা জাওয়ানদের হত্যার পরবর্তী সময় থেকেই ভারত-পাক সম্পর্ক রীতিমত তলানিতে গিয়ে পৌঁছেছে। পুলওয়ামা ঘটনার পাল্টা জবাব দিতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়ৃ ভারতের বায়ু সেনা ভারতের আকাশসীমায় ঢুকে ক্ষতি করার চেষ্টা করেও পাকিস্তান তেমন কিছুই করতে পারেনি।কিন্তু পরবর্তীতে ভারতের সীমান্তকে নিশানায় রেখে এফ-16 যুদ্ধবিমান সাজিয়ে রাখতে শুরু করে পাকিস্তান। এবার তার জবাব দিল ভারত।
তাই উত্তর আরব সাগরে যুদ্ধের প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখল ভারতীয় নৌসেনা।